আদা চাষ পদ্ধতি
বস্তায় আদা চাষ করার সহজ পদ্ধতি!!! Roof farming feni. ছাদ কৃষি
বাসার ছাদে/ বারান্দায় কিভাবে আদা চাষ করবেন? দেখুন ভিডিওতে
Please Subscribe Our Channel – https://goo.gl/yhDhyS
#আদা_চাষ #ছাদ #বারান্দা #Ginger #বাগান
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Don’t forget to
✔SUBSCRIBE
✔Like
✔Comment
✔Share
আদা চাষ পদ্ধতি।how to grow Ginger। বীজহার,রোপন দুরত্ব,ব্যবস্হাপনা।টবে আদা.organic cultivation ginger
আদা চাষে করনীয়, সহজে আদা চাষ কৌশল।
@Krishi Seba
#Gingercultivation
#আদাচাষপদ্ধতি
#বস্তায়আদাচাষ
#করোনায়আদা
বাজার থেকে কেনা আদা থেকে কিছু অংশ বাচিয়ে খুব সহজে পরিবারের চাহিদা পূরণ করতে পারেন।
কেজি বীজের প্রয়োজন হয়।
#organic cultivation ginger
সার ব্যবস্থাপনাঃ
আদার ভাল ফলন পেতে হলে জমির উর্বরতার উপর নির্ভর করে প্রতি হেক্টরে গোবর সার ৪-৬ টন, ইউরিয়া ২০০-২৪০ কেজি, টিএসপি ১৭০-১৯০ কেজি, এমওপি ১৬০-১৮০ কেজি প্রয়োগ করতে হয়। জমি প্রস্তু’তির সময় সমুদয় গোবর, টিএসপি ও ৮০-৯০ কেজি এমওপি সার প্রয়োগ করতে হয়। কন্দ লাগানোর ৫০ দিন পর ১০০-১২০ কেজি হারে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হয়। লাগানোর ৯০ দিন ও ১২০ দিন পর যথাক্রমে ২য় ও ৩য় কিস্তি-র সার উপরি প্রয়োগ করা হয়। ভেলা সামান্য কুপিয়ে ১ম কিস্তি-র সার প্রয়োগ করে আবার ভেলা করে দিতে হয়। ২য় ও ৩য় কিস্তি-র উপরি প্রয়োগের সময় প্রতি হেক্টরে প্রতিবারে ৫০-৬০ কেজি ইউরিয়া ও ৪০-৪৫ কেজি এমওপি সার প্রয়োগ করা হয়। ২য় ও ৩য় কিস্তি-র সার সারির মাঝে প্রয়োগ করে মাটি কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে সামান্য পরিমাণ মাটি ভেলীতে দিতে হয়।
জাত পরিচিতিঃঅনুমোদিত কোন জাত নেই। তবে স্থানীয় জাত যেমন-রংপুরী, খুলনা, টেংগুরা জাত চাষ করা হয়।
রোগ ব্যবস্থাপনা : পিথিয়াম এফানিডারমেটাম নামক ছত্রাক
: এ রোগ রাইজমে আক্রমণ করে বলে আদা বড় হতে পারে না ও গাছ দ্রত মরে যায় ফলে সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে।
রোগঃ : প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্তু’ পাতায় কোন দাগ থাকে না।
– পরবর্তীতে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মরে যায়।
– রাইজম (আদা) পচে যায় ও ফলন মারাত্মক ভাবে কমে।
ব্যবস্থপনা :
– অর্ধপচা মুরগীর বিষ্ঠা প্রতি হেক্টরে ১০ টন হারে আদা লাগানোর ২১ দিন পূর্বে মাটিতে প্রয়োগ করতে হবে।
– অনুমোদিত ছত্রাক নাশক মাটি হালকা কুপিয়ে মাটিতে স্প্রে করতে হবে।
পুষ্টিমূল্যঃ আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন থাকে।
ফসল সংগ্রহঃআদা লাগানোর ৯-১০ মাস পর উঠানোর উপযোগী হয়। গাছের প্রায় সব পাতা শুকিয়ে গেলে আদা তোলা হয়। ফলন প্রতি হেক্টরে ১২-১৩ টন।
“বস্তায় আদা চাষের এই নিয়ম গুলি মানুন , 100% সফল ফলন পাবেন..!!
বস্তায় আদা চাষ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আপনারা এপ্রিল, মে, জুন মাসে শুরুতে চাষ করবেন,
বাকি সবধরনের পদ্ধতি আমরা ভিডিওটি তে আলোচনা করলাম,
আদা চাষ পদ্ধতি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। (পর্ব ২)
ভিডিও টি ভাল লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেউ জানিয়ে দিন। আর Subscribe না করে কেউ পালাবেন না।
Facebook page link
https://www.facebook.com/groups/2377934335799519/
যেভাবে আদা চাষ করে- ১ বিঘা জমি থেকে ১ লাখ টাকা লাভ, Ginger Cultivation
=============================
আদা চাষী: সাইফুল ইসলাম মিলন
গ্রাম : চক্তার্পা, ইউনিয়ন- বক্তারপুর, নওগা
ফোন: ০১৭১০১৩৭৬৬৮
===============================
যেভাবে আদা চাষ করে- ১ বিঘা জমি থেকে ১ লাখ টাকা লাভ:
—————————————————————————————-
সাইফুল ইসলাম মিলন। তিনি একজন আদা চাষী। প্রতিবারের মতো এবারও তিনি ১৫ কাঠা জমিতে আদা চাষ করেছেন। তিনি জানান, আদা চাষে তার এ পর্যন্ত ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখনও যদি বিক্রি করা যায় তাহলে ৭০ হাজারেরও বেশী টাকা আদা বিক্রি করতে পারবেন। তবে তিনি কোরবানী ঈদের আগে বিক্রি করবেন বলে আমাদের জানিয়েছেন। তাতে লাভ কত হবে জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন———-।
টবে ১২ মাস আদা চাষ করার পদ্ধতি ॥ How to Grow Ginger in Pots
আদা চাষ পদ্ধতি | আদা চাষের পদ্ধতি | আদা চাষ
আদা চাষ করার সহজ উপায়
টবে আদা চাষ করার পদ্ধতি – বারান্দায় বা ছাদের টবে আদা চাষের পদ্ধতি – Ginger Cultivation in Tub
মসলাপাতির মাঝে আদার দামটা একটু চড়াই বটে। তবে দামের চাইতেও জরুরী ওষুধমুক্ত, সতেজ আদা পাওয়া।
হরেক রকম মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম, আজকাল অনেকেই এসব লাগান নিজের বারান্দায় বা টবে।
আদা থেকে গাছ গজাতে হবে প্রথমে। এই কাজটি করার জন্য আদাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন কিছু দিনের জন্য।
গাছ গজিয়ে গেলে আদাকে টুকরো করে নিন। প্রত্যেক টুকরোয় কমপক্ষে একটি গাছ যেন থাকে, সেটি খেয়াল রাখবেন।
এবার লম্বাটে টবে বা পাত্রে আদা রোপন করুন। পানি বা তেলের ৩-৫ লিটারের বোতলগুলো বেশ ভালো কাজে আসবে।
সমান সমান পরিমাণ মাটি ও জৈব সারের সাথে অর্ধেক পরিমাণ বালু মিশিয়ে আদার জন্য মাটি তৈরি করুন।
একটি পাত্রে একাধিক আদার টুকরো রোপণ করুন। পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। গাছ মাটির ওপরে বেরিয়ে আসলে প্লাস্টিক সরিয়ে দেবেন।
নিয়মিত পানি দেবেন, তবে খুব বেশী নয়। ২/৩ দিন পরপর। বেশী পানি দিলে আদা পচে যাবে। পর্যাপ্ত আলো-বাতাসে রাখুন।
আদা রোপণের জন্য ভালো সময় ফেব্রুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত। রোপণের ২/৩ মাসের মাঝেই গাছ গজাবে।
ভালো অবস্থায় গাছ ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। হেমন্তে গাছ যখন শুকিয়ে যাবে, তখন মূল টেনে তুলে নিন। এই মূলটিই হচ্ছে আদা।
আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখুন এখান থেকে –
➽ ১ হাজার কোয়েল পাখি পালনে মাসিক কত টাকা আয় করা সম্ভব? শুনুন খামারির মুখেই
https://youtu.be/sdvOlDjF3sc
১০০০ লেয়ার মুরগি পালনে মাসিক কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/MgRVSpISzp0
টবে আলু চাষ করার পদ্ধতি
https://youtu.be/kiKREhjFlHY
এক বছরের চারা গাছে কাঁঠাল ধরানোর উপায়
https://youtu.be/YTPScF1L34E
১০০ টার্কি মুরগি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/apaHJaHNDUA
১০টি ফ্রিজিয়ান গাভী পালনে মাসিক এবং বাৎসরিক কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/ME4k_UuCnMs
১ হাজার দেশি মুরগি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/HgP5FyA-tkI
লেবু গাছে কলম করার পদ্ধতি
https://youtu.be/HbrAJzCFByg
পেঁপে গাছে কলম করার পদ্ধতি
https://youtu.be/Fv2NYKQIKrQ