আদা চাষ পদ্ধতি
আদা চাষ পদ্ধতি / Sep 2021
Sep 2021
বস্তায় আদা চাষ পদ্ধতি# খরচ কম লাভ বেশি #how to grow ginger at home
আমাদের চ্যালেন সাবস্কাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে।
মোঃ লিটন মাহম্মুদ
মিঠাপুকুর,রংপুর
মোবাইল নং-01714883148
ইমো নং-01711320850
বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এই পদ্ধতিতে চাষাবাদ হয় আবার অনেকেই এই পদ্ধতিতে আদা চাষ করার কথা জানেন না , আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই। আবার একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে। খরচ নেই বললেই চলে!
অবিশ্বাস মনে হচ্ছে তো! না, এটা খুবই সম্ভব। এবং আপনার হাতের নাগালেই আছে সবকিছু। সিমেন্ট বা আলুর বস্তায় ফলানো যেতে পারে শাক–সবজি থেকে আদা–হলুদ!
এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠোন, প্রাচীরের কোল ঘেঁষে বা বাড়ির আশেপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি রাখা যায়। এর জন্যে আলাদা কোনও জমি বা পরিচর্যার প্রয়োজন হয় না।
বিশেষ করে ছায়াযুক্ত জায়গাতে এই পদ্ধতিতে চাষ করতে পারেন। সাধারণত বাঁশবাগানের তলায় কোনও ফসল চাষ হয় না। ফলে জায়গাটা পড়েই থাকে। সেই বাঁশবাগানে বস্তায় আদা চাষ করতে পারেন।
👉চাষ পদ্ধতিঃ
প্রথমে মাটির শুকনো ঢেলা ভেঙে চেলে নিতে হবে। যাতে ঝুরঝুরে হয়। বস্তায় মাটি যাতে ফেঁপে থাকে সেজন্যে ভার্মিকম্পোস্ট ও ছাই মেশাতে হবে। পরিমাণমতো যোগ করতে হবে হাড়ের গুঁড়ো, গোবর সার। মাটি তৈরি হয়ে গেলে বস্তায় ভরে চাষের জন্যে বসাতে হবে ৭৫ গ্রামের একটি করে কন্দ। সামান্য জল দিতে হবে। এরপর বস্তার উপর ঢেকে দিতে পারলে ভালো হয়, তাতে মাটিতে আর্দ্রতা বেশিদিন থাকবে। অল্প দিনের মধ্যেই কন্দ থেকে গাছ বেরিয়ে আসবে।
👉বিস্তারিত পদ্ধতি
একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি পচা গোবর সার ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে। বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিমেন্টের বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন। ২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে চার চা চামচ সর্ষে খৈল এবং আধ চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়।
আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়। এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘণ্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে।
🔴আদার রোগ ও পোকামাকড়
রাইজম রট রোগঃ Pythium aphanidermatum (পিথিয়াম এফানিডারমেটাম ) নামক ছত্রাকের আক্রমণের কারনে এ রোগ হয়। এ রোগ রাইজমে আক্রমণ করে বলে আদা বড় হতে পারে না ও গাছ দ্রুত মরে যায়।
↕লক্ষণঃ↕
প্রথমে পাতা হলুদ হয়ে যায় কিন্তু পাতায় কোন দাগ থাকে না। পরবর্তীতে গাছ ঢলে পড়ে ও শুকিয়ে মরে যায়। রাইজম (আদা) পচে যায় ও ফলন মারাত্মক ভাবে কমে যায়। ভেজা ও স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় এ রোগ বেশী দেখা যায়। বর্ষাকাল বা জলাবদ্ধতা থাকলে এ রোগের প্রকোপ বেড়ে যায়। এ রোগ বীজ, পানি ও মাটির মাধ্যমে বিস্তার লাভ করে।
↕ব্যবস্থাপনাঃ↕
#আক্রান্ত গাছ রাইজোমসহ সম্পূর্ণরূপে তুলে ধ্বং স করতে হবে।
#রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম রিডোমিল গোল্ড বা ১ গ্রাম অটোস্টিন মিশ্রিত দ্রবণে বীজকন্দ ৩০ মিনিট ডুবিয়ে ছায়ার নিচে শুকিয়ে রোপণ করতে হবে।
#সুষম সার ব্যবহার করতে হবে। একই জমিতে বার বার আদা চাষ করা যাবে না।
#কন্দ পচা রোগ দ্বারা আক্রান্তের প্রাথমিক পর্যায়ে কপার অক্সিক্লোরাইড ৫০% ডব্লিউপি প্রতি লিটার পানিতে ৪ গ্রাম বা রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে মাটির সংযোগ স্থলে ১৫-২০ দিন অন্তর অন্তর প্রয়োগ করে রোগ প্রতিরোধ করা যাবে।
↕পাতা ঝলসানো রোগ↕
প্রাথমিক অবস্থায় পাতায় ফ্যাকাশে হলুদ বর্ণের ডিম্বাকৃতির দাগ পড়ে। এসব দাগগুলোর মধ্যে ধূসর বর্ণ হয় এবং চারপাশে গাঢ় বাদামি আবরণ থাকে। রোগের প্রকোপ বেশি হলে দাগগুলো বড় হতে থাকে এবং একত্রিত হয়ে যায়।
↕প্রতিকারঃ↕
#বীজ লাগানোর সময় রোগ ও পোকা মুক্ত বীজ ব্যবহার করতে হবে।
#প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম ডাইথেন এম-৪৫ মিশিয়ে ২-৩ বার ১৫ দিন পরপর স্প্রে করা যেতে পারে।
#ডগা বা কাণ্ড ছিদ্রকারী পোকাঃ কান্ড আক্রমণ করে বলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। ফলে উৎপাদন কম হয়। এ পোকার মথ কমলা হলুদ রঙের এবং পাখার উপর কালো বর্ণের ফোটা থাকে। কীড়া হালকা বাদামি বর্ণের। গায়ে সুক্ষ্ণ শুং থাকে।
↕লক্ষণঃ↕
পোকা কান্ড ছিদ্র করে ভিতরের দিকে খায় বলে পাতা হলুদ হয়ে যায়। অনেক সময় ডেড হার্ট লক্ষণ দেখা যায়। আক্রান্ত কান্ডে ছিদ্র ও কীড়ার মল দেখা যায়। আর্দ্র আবহাওয়ায় এ পোকার আক্রমণ বেশি হয়।
↕ব্যবস্থাপনাঃ ↕
পোকার আক্রমণ বেশি হলে, সুমিথিয়ন ৫০ ইসি ২০ মিলি হারে প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। অথবা
ডারসবান বা ডাইমেক্রণ প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করা যাবে। অথবা নুভাক্রন ১০০ ইসি ১ মিলি/ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে।
↕আদা সংগ্রহ↕
জুন-জুলাই মাসে আদা লাগালে ডিসেম্বর-জানুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে। এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক-দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ করা যেতে পারে। সে জন্যে নতুন করে মাটি তৈরি করারও দরকার নেই।
আদা চাষে নতুন পরিকল্পনা | আদা চাষের সঠিক নিয়ম | আদা বীজ রোপণের উপযুক্ত সময় | আদা চাষে চারগুন লাভ |
এবার বাবা-ছেলের আদা চাষ (বাবা ১ বিঘা জমিতে এবং ছেলে ৫২০ বস্তা) দেখুন কার চাষ ভালো হয়েছে
এবার বাবা-ছেলের আদা চাষ
====================
দর্শক——। আমরা আজ এসেছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পূর্ব-পাটিচড়া গ্রামে। এই গ্রামের একজন ব্যক্তি জনাব মোঃ আয়েন উদ্দিন। যিনি দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন শাক-সবজি চাষাবাদের পাশাপাশি, জমিতে আদা চাষ করছেন। অন্যদিকে তারই কলেজ পড়ুয়া ছেলে মোঃ সোহেল রানা এবারই প্রথম, ইউটিউব দেখে সিমেন্টের বস্তায় আদা চাষ করেছেন। বাবা সনাতন পদ্ধতিতে আদা চাষ করেছেন, অন্যদিকে ছেলে আধুনিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ করেছেন। কোন্ পদ্ধতিতে আদা চাষ ভালো হয়েছে, বস্তায় নাকি জমিতে? সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশাকরি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভবিষ্যতে আদা চাষ করতে আপনাদের সুবিধা হবে———।
# Roza Agro Farm
# আদা চাষ
# বস্তায় আদা চাষ
#এক_সাথে #এক_জমিতে #আদা এবং #করলা #মিশ্র_চাষ #পদ্ধতি
আদা চাষে সঠিক পরিচর্যা | আদা চাষ | আদা চাষে সহজ পদ্ধতি | আদার রোগ ও প্রতিকার | আদার প্রচুর ফলন|
আদা চাষ পদ্ধতি | আদা কিভাবে চাষ করবেন | আদা চাষে দ্বিগুণ লাভ | Ginger cultivation method |
সহজ পদ্ধতিতে আদা চাষ এর সম্পুর্ন পদ্ধতি ও সঠিক পরিচর্যা || How To Grow Ginger At Home In A Pot |
বন্ধুরা আদার গুনাগুন অতুলনীয় তাই আমাদের নিজেদের প্রয়োজনের জন্য টবের মধ্যে একদম সহজ পদ্ধতিতে কিভাবে আদা চাষ করতে হয় তা আমি এই ভিডিওটিতে বিস্তারিত তুলে ধরেছি।
বন্ধুরা এই চ্যানেলটিতে নৃত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও এবং এর পাশাপাশি গার্ডেনিং রিলেটেড খুব সুন্দর সুন্দর ট্রিকস দেখানো হয়। আশা করি ভিডিও গুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো এই ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ🙏
Welcome to my YouTube Channel this channel is purely dedicated to krishi. I am sharing information related to your krishi and terrace gardening tricks and tips and always try to share best method or approach to grow any plant and get a good result catch us live
#ginger #gingercultivation #growingginger #gingerplant #আদাচাষ #krishichannel #twosideskrishi
💥facebook link.
https://www.facebook.com/ashutosh.Barman.545
———— ————– ——-
👉 লেবু গাছের ডাল থেকে চারা তৈরির সহজ পদ্ধতি।
https://youtu.be/Gv5ntxK5j4k
👉বেলি ফুলের ডাল থেকে চারা তৈরি করার গোপন ট্রিকস।
https://youtu.be/mouwtN0-1uQ
👉পাতাবাহার এর ডাল থেকে চারা তৈরির সহজ পদ্ধতি।
https://youtu.be/I0IUGiPs9og
👉ছোট পেঁপে গাছে প্রচুর ফুল ও ফল পেতে কি কি সার প্রয়োগ করতে হবে।
https://youtu.be/u3jiJw5YW4M
👉পটলের বাম্পার ফলন কীভাবে ফলানো সম্ভব ।
https://youtu.be/jRYR5-q8Bu4
Please subscribe my channel
আদা চাষ পদ্ধতি।Ginger is a good fruit। বীজহার,রোপন দুরত্ব,সারব্যবস্হাপনা| সঠিক পন্থায় আদাচাষ
https://www.facebook.com/sonali.fosol.334
https://www.instagram.com/sonalifosol8/
https://twitter.com/FosolSonali
https://www.linkedin.com/in/sonali-fosol-41741b1b8/