Jodi Valobasa Pai যদি ভালোবাসা পাই, কবি রফিক আজাদ, গভীর প্রেমের কবিতা।

(Jodi Valobasa Pai যদি ভালোবাসা পাই, কবি রফিক আজাদ, গভীর প্রেমের কবিতা)

যদি ভালোবাসা পাই
রফিক আজাদ

যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাব
যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
আর সমুদ্র সাঁতরাবো
যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য অন্তমিল।

#রফিক_আজাদ

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap