Description
আসসালামুয়ালাইকুম ভিউআস
আমরা অনেক সময় অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করে থাকি তখন আমাদের জন্ম নিবন্ধন ফরম প্রিন্ট করতে দেওয়া । তখন আমরা অনেক সময় ভুলবশত পিন্ট করতে ভুলে যাই। আবার যদি আমরা মোবাইল দিয়ে আবেদনটি করে থাকি তখন আমরা মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারিনা তখন আমরা কম্পিউটার দোকানে গিয়ে কিভাবে প্রিন্ট করব এটা খুঁজে পাইনা। তখন আর আমরা ফরমটি প্রিন্ট । তার জন্যই আমি আজকে ভিডিওটি বানিয়েছে। চলুন দেখি কিভাবে ফরমটি প্রিন্ট করবেন।
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
👉 কিভাবে জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রিন্ট করবেন👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
জন্মা নিবন্ধন আবেদন ফরম কিভাবে প্রিন্ট করতে প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখন এখানে সার্চ করব জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রিন্ট এই লেখাটি লিখতে চাস করার পর দেখুন প্রথমে একটি লিংক সো করাবে। দেখুন প্রথমে লেখাতেই থাকবে জন্ম নিবন্ধন আবেদন ফরম। দ্বিতীয় অপশনে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার। এবং তারপর থাকবে জন্ম তারিখ এই তিনটি আপনারা দিয়ে তারপর প্রিন্ট এ ক্লিক করলেই আপনার আবেদনকৃত ফরমটি প্রিন্ট হয়ে যাবে আর এভাবেই খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধন আবেদন ফরম টি। আরেকটি কথা আপনারা হয়তো ভাবছেন যে আমি কিভাবে অ্যাপ্লিকেশন নাম্বারটি পাবো। জি আপনার যখন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন তখন যে ফোন নাম্বারটি দেন তখন সেই ফোন নাম্বার দিতে একটি এপ্লিকেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হয় এই নাম্বারটি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক জায়গায় দিয়ে আপনি চাইলে পরে প্রিন্ট করে নিতে পারেন আর একটি কথা অবশ্যই আপনার রেজিস্টার কৃত তাই তারিখ থেকে ১৫ দিনের মধ্যে এ কাজটি করতে হবে। হয়তোবা আপনি এখান থেকে প্রিন্ট নাও করতে পারেন তার জন্য 15 দিনের মধ্যে আবেদন ফরম টি প্রিন্ট করে নিবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু না বলতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিয়েন।
ধন্যবাদ
__________________________________________
********************************************
________________social link _______________
********************************************
🌟Facebook-👇https://m.facebook.com/search/top/?q=youtube%20bangla%2024&tsid