Bean | নূর ইসলাম ভাইয়ের শিমের ফুল ঝরে না কেন ? | শিম চাষ পদ্ধতি | Sim Chas @Krishi O Mritshilpo

Bean | নূর ইসলাম ভাইয়ের শিমের ফুল ঝরে না কেন ? | শিম চাষ পদ্ধতি | Sim Chas
———–++————
Facebook Page – https://www.facebook.com/atikmostufa1995/
————++———–
#শিম ঃ-
শিমের ইংরেজি নাম Bean, আমাদের দেশে শিম শীতকালিন সবজি হিসাবে খুবই জনপ্রিয়। শীত মৌসুমের শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি থাকে। সঠিক সময়ে বিজ্ঞান সম্মত আধুনিক উপায়ে শীতকালিন সবজি শিম চাষ করার পদ্ধতি জেনে বুঝে করতে পারলে চাষী বেশি লাভবান হবেন। যে সকল বন্ধুরা নতুন কৃষিতে পা রাখতে যাচ্ছে, অথবা বেশি অভিজ্ঞ নয়, তাদের বাণিজ্যিকভাবে চাষাবাদের শুরুটা শিম দিয়ে হলে মন্দ হয় না।

কারন শিমে অন্যান্য সবজির মতো ভাইরাস নাই বললেই চলে। শীতে পোকা-মাকড়েরও আক্রমণ কম। গাছের গ্রথ খুব ভালো হয়। সার প্রয়োগেরও তেমন প্রয়োজন হয় না। চাহিদা প্রচুর। সব ধরনের মাটিতেই চাষ হয়। বাড়ির চালে, মাচায়, রাস্তা বা পুকুরের পাড় এমনকি জমির আইল ও বিভিন্ন  জাতীয় গাছেও তুলে দিয়ে শিম চাষ হয়। বানিজ্যিকভাবে শিমের চাষাবাদ শুরু হওয়ায় কৃষকরা ব্যপক লাভবান হচ্ছে। গ্রীষ্মকালীন বা আগাম শিম চাষে অনেক কৃষকরা ঝুকে পড়েছেন।
——————++—————–
Video Shot : #Samsung_Note_9
Video Edit : Samsung Note 9
Gimbel : #Moza_Mini_S
Video Editor : Atik Mostufa
প্রয়োজনে ঃ–
আতিক মোস্তফা ঃ- 01718214457
—————————————
কৃষি সম্পর্কিত Youtube Channel . এই চ্যানেল একমাত্র কৃষির যাবতীয় কর্মকাণ্ড সমস্যা রোগবালাই ও প্রতিরোধক নিয়ে সকল বিষয় আলোচনা করে। কৃষি সারা বিশ্বেই সম্ভাবনার এবং লাভজনক একটি ক্ষেত্র তবে সঠিকভাবে জেনে, বুঝে, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে, সর্বোপরি সঠিক পরিকল্পনা করে এগিয়ে আসলে অবশ্যই সফল হওয়া সম্ভব।
————————————–
Tags:-
শিম চাষ পদ্ধতি, শিম চাষ, Sim Chas, শিম গাছের পরিচর্যা, # কৃষি, শিম গাছের রােগ ও প্রতিকার, শিম চাষ করার পদ্ধতি, সবজি চাষের পদ্ধতি, Agam Shim Chas, Biss Sera Koekjon Karicim Chasher Time, Haibid সিম, Hybridftu Ogipsa Sim Chas, Katali Chimer Chas, Krishi Divanshi Sim Cash, Krishi O Mritshilpo
Labu Chas, Lal Teer Seed Papaya Price, Lal Teer Seeds Data, Mati Sara Shim Chas, Matitha Korola Chas, Metal Seed Sim Gac, Sayek Siraj Organic Sar Banao System, Shim Chash Valo Folon Pawya, Sim Chas Er Time, Simer Tall Roiri, Simgas Vonar Niaom, Tor Mujra Job, অগ্রিম সবজি চাষ, আগাম শিম চাষ পদ্ধতি, ইপসা শিম ২, ইপসা সিম ২ কতােমাস ফল দেয়, উন্নত চাষ, উন্নত জাতের শিম, এই মাসে আগাম কি সবজি চাষ করা যায়, এসি আই শিমের জাত অটো, ওল চাষ পদ্ধতি, কামরাঙা ছিম, কামরাঙা শিম, কার্তিক মাসে কি চাষ, কিষি চাষ, কৃষি কাজে সফলতা, কৃষি কাজে সিম, সকল, বীজ, কৃষি পদ্ধতি, কেরালা সিম ১, কেরেলা শিম, কেরেলা শিম ছাদে চাষ, কেরেলা শীম, কোন মাসে কি চারা লাগালে ফলন ভাল হয়, কোন মাসে শিম লাগানাে, ক্ষীরার জাত সমূহ, খাটো সিম গাছ, ছাদে শিম চাষ, ছিম গাছের জত, ছিম চাষ, ছােট জাতের সিম চাষ, ছােট বামন জাতের সীম, জানুয়ারি মাসে কি সবজি চাষ, টবে সিম চাষ, টবে শিম চাষ, টিনের চালে শিম গাছে শিম, তলােয়ার শিম চাষ পদ্ধতি, ধানের জমিতে আইল দিয়ে সীম চাষ, পরাস সিম চাষ, পাহাড়ি শিম গাছ, প্রতিযােগিতামূলক সীম চাষ, বাংলাদেশ শিম চাষ, বাংলাদেশের কার্তিক মাসে সিম, বাণিজ্যিক ভাবে ক্রিষ, বালুতে শিম চাষ, বিনস চাষ পদ্ধতি, বিভিন্ন জাতের শিম, মাচা তে চাষ, লাল তীর নললডুক সিম, লাল তীর শিম চাষ, লাল বীজ শিম, শসা চাষ লাল তীর বীজ, শালগম চাষ, শালগম চাষ পদ্ধতি, শিম, শিম এর জাত সৃষ্টির জেনেটিক ব্যাখ্যা, শিম কত জাতের, শিম কত প্রকার, শিম খেত, শিম খেতের ওষধ, শিম গাছে ভিটামিন প্রযােগ, শিম গাছের আগা চিকন ও দুর্বলতা দূর করা যায়,
#Sim_Chas#Krishi @Krishi O Mritshilpo

Comments

  • No comments yet.
  • Add a comment