টিয়া পাখির দাম 2022 | Ringneck Parrot Price In Bangladesh And India | Tia Pakhir Dam | Grow Life

টিয়া পাখির দাম 2022 | Ringneck Parrot Price In Bangladesh And India | Tia Pakhir Dam | Grow Life

টিয়া পাখির দাম
কথা বলা পাখিদের মধ্যে সবচাইতে সুন্দর বুদ্ধিমান সবচাইতে আর এক্সপার্ট পাখি হচ্ছে টিয়া পাখি। একদিকে এরা যেমন মানুষের মত কথা বলতে পারে অপরদিকে এদের নানা মজার অঙ্গভঙ্গি আর নাচানাচি আপনাকে সবসময় মাতিয়ে রাখবে। গ্ৰোলাইফের এবারের এপিসোডে আপনি জানবেন ২০২২ সালে বিভিন্ন জাতের টিয়া পাখির দাম কত। এদের কোথায় কিনতে পাওয়া যায়। আর আপনি যদি 1 টি টিয়া পাখি পালন করেন তবে প্রতি মাসে খাবার খরচ বাবদ আপনার কত টাকা খরচ হতে পারে এবং এদের একটা নতুন সেট আপ তৈরি করতে কত টাকা খরচ হতে পারে তাও জানার চেষ্টা করব।
9
Green Ringneck parrot
দেশি চন্দনা টিয়া
বাংলাদেশ ও ভারতে বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানো সবুজ রঙের কমন যে টিয়া পাখিটি আমরা দেখি এটি হলো চন্দনা টিয়া। এই পাখিগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো এরা খুব সহজে পোষ মানে। তাই আপনি ছাড়া অবস্থায় মুক্তভাবে এদের পালন করতে পারেন। দেশীয় চন্দনা টিয়ার প্রায় সব গুলোর কালার হয় গাঢ় সবুজ এবং এদের ঠোঁটের রং হয় টকটকে লাল। এরা খুব ভালো কথা বলতে পারে । আর তুলনামূলক অন্য পাখির থেকে এদের কথা বলা শেখানো বেশ সহজ। যদিও এই পাখি গুলো দোকানে বেচাকেনা করা নিষেধ কিন্তু বাংলাদেশ ও ভারতের সব জায়গায় এই পাখিগুলো পোষা পাখি হিসেবে কিনতে পাওয়া যায়। প্রতি পিস দেশীও চন্দনা টিয়া পাখির বাজার মূল্য 3,000 থেকে 15000 টাকার মধ্যে। ভারতের যেগুলোর দাম 2000 টাকা 10000 টাকার মধ্যে হয়। কথা বলা বা টেরনিং করা টিয়া গুলোর মূল্য আসলে বেশি হয়। নরমাল টিয়া পাখি গুলো যেখানে 5 থেকে 7 হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। সেখানে সে পাখিটা যদি কথা বলতে পারে তবে দাম হবে 10 থেকে 15 হাজার টাকা। আবার চন্দনা টিয়ার এক-দেড় মাস বয়সী ছোট বাচ্চা গুলোর দাম প্রতি পিস 2000 থেকে 4000 টাকার মধ্যে বেচাকেনা হয়। তাই আপনি যদি কথা বলানো শেখাতে চান এবং টেম করা পাখি হিসেবে একটা টিয়া কিনতে চান সে ক্ষেত্রে কম দাম দিয়ে বাচ্চা পাখি কেনাই ভালো হবে। এরা ছোটবেলা থেকে খুব সহজে পোষ মানবে এবং আপনার সাথে সাথেই থাকবে আর ছোট পাখি কে ট্রেনিং করালে সহজেই এরা কথা বলাও শিখে যাবে।
Yellow ringneck parrot price in Bangladesh And India
Blue ring neck parrot price in Bangladesh And India
Violet ring neck parrot price in Bangladesh And India
Albino Ring neck parrot price in Bangladesh And India
Palm headed parrot price in Bangladesh And India
আলেকজান্ডার প্যারট
মহান বাদশা আলেক্সান্ডার দ্য গ্রেট’ এর নাম অনুসারে এই টিয়া পাখিটির নামকরণ করা হয়েছে আলেকজান্ডার প্যারট। আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানের পর এ পাখিটিকে তার সঙ্গে করে ইউরোপে নিয়ে যান। এরা আকৃতিগত ভাবে সাধারণ টিয়ার থেকে অনেক বড় হয় এবং পাখিগুলো খুব ভালো কথা বলতে পারে । প্রতিজোড়া অ্যালেকজান্ডার প্যারট এর দাম ১০০০০ থেকে ২০০০০ টাকার মধ্যে হয়। আবার আপনি যদি আলেকজান্ডার টিয়ার বাচ্চা কিনতে চান তবে এ রকম সাইজের বাচ্চাগুলোর দাম প্রতিজোড়া 5 থেকে 10 হাজার টাকার মধ্যে বেচাকেনা হয়।
related topics
কিউট পোষা পাখির দাম জানুন 🐦 Most Expensive Birds Collection । Wholesale Pet Birds Market
পাখির দাম | Birds Price in Bangladesh | Exotic Parrots Birds Price | Pranir Golpo | ফিঞ্চ পাখির দাম | Top 10 Finch Birds Price in Bangladesh | বাজরিগার পাখির দাম | বাজরিগার পাখি পালন পদ্ধতি |
পাখি পালন | টিয়া পাখির দাম | ঘুঘু পাখির দাম| সহজ পদ্ধতিতে বাজরিগার পাখির ব্রিডিং, বাজিগর পাখিকে বিল্ডিং করানোর নিয়ম, পাখিপালন, কাকাতুয়া পাখির দাম, ঘুঘু পাখির দাম, তোতা পাখির দাম , কথা বলা পাখির দাম,

Copyright Disclaimer :
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for ‘Fair Use’ for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Leave a Comment