স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে দেখলে কি হয়

স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে দেখলে কি হয়: স্বপ্নে কেউ বিয়ে করতে দেখে, তার দ্বারা আসন্ন বিবাহ বুঝায়। স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার যঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিতে পারে। নিম্নোক্ত হাদীসটি ইহা নির্দেশ করে:

স্বপ্নে বিয়ে দেখলে কি হয় ( Sopne biye dekle ki hoy )


হাদীসটি হলো: হয়রত আয়েশা (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) ইরশাদ করেন, (স্বপ্নে) তোমাকে আমার নিকট দুবার দেখানো হয়েছে তোমাকে আমি বিয়ে করার পূর্বেই।

আমি দেখলাম একজন ফেরেশতা কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম:

তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম ইহা তুমি।

আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই হবে।

অতঃপর, তোমাকে পুনরায় দেখানো হলো। 


পরবর্তীতে আমি একই ফেরেশতাকে স্বপ্নে দেখলাম কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেন এবং তাকে বললাম তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম পুনরায় ইহা তুমিই।

আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই ইহা ঘটবে। 

(সহীহ আল-বুখারী, খন্ড-৯, পৃ-১১৫-৭, নং-১৪০)


বি:দ্র: স্বপ্ন দেখলেই যে`কারু কাছে বলবেন না। কারণ! স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তার ফলও সেরকমই হয়।

স্বপ্নে বিয়ে দেখলে কি হয় ইসলাম কি বলে

আরো ব্যাখ্যা

কাকে বিয়ে করতে দেখেছেন?

যদি স্বপ্নের মধ্যে নিজের বা অন্য কারও বিয়ে হতে দেখে থাকেন তাহলে শীঘ্রই কোনও মৃত্যু দেখতে পেতে পারেন।

আবার স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিত থেকে যেতে হতে পারে আপনাকে৷

অসুস্থ ব্যক্তির বিয়ের স্বপ্ন দেখার অর্থ আপনার মৃত্যুর হাতছানি দিতে পারে।

তবে বেশিরভাগ ক্ষেত্রে সপ্নের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

তাই, আপনার ক্ষেত্রেও যে এরকম কিছু ঘটবে বিষয়টি এরকম নয়।

তবে, অনেকেই এগুলো বিশ্বাস করেন। 

স্বপ্নে নিজের বিয়ে করতে দেখার মানে কি?

বিবাহ হচ্ছে শুভ একটি বিষয়। সবাই চান এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।

কেউ কেউ স্বপ্নে নিজের বিবাহ দেখেন।

স্বপ্নে নিজের বিবাহ দেখার বিজ্ঞান ও সাইকোলজি গত ব্যাখ্যা হচ্ছে নিজের শারীরিক ক্রিয়া একজন প্রিয় সাথী চায়।
কারন প্রতিটি উপযুক্ত ব্যক্তির দেহে প্রজননের জন্য হরমোন ক্ষরনের মাধ্যমে মস্তিষ্ককে উদ্দিপিত করে যার ফলে পুরুষ দেহে বীর্য তৈরি ও বীর্যপাত স্বপ্নদোষ ঘটে। আবার নারীদেহেও ডিম্বক সৃষ্টি মাসিক চক্র শুরু হয়। স্বপ্নে সঙ্গম উত্তেজনা আসে যা মূলত সঙ্গী কামনাকে নির্দেশ দেয়।

তাই স্বপ্নে নিজের বিবাহ দেখার অর্থ হচ্ছে মন ও শরীর তার পরিপূরক সঙ্গী চায় যার জন্য তাকে দ্রুত বিবাহ করা উচিত।

অপরদিকে ধর্মীয় দার্শনিক দিক থেকে দুটি ব্যাখ্যা আছে। একটি হল স্বপ্নে বিবাহের উপদেশ লাভ করা। যেহেতু নরনারীর বিবাহ ফরজ। তাই গুণাহ এড়াতে এবং অধিক ধর্মানুরাগী হতে বিবাহ ও স্বামী সহচর্য গ্রহনকে নির্দেশ দেয় এই স্বপ্ন। কেননা স্বামী স্ত্রীর ভালবাসা পূর্ণ এক সাথে ইবাদাত আল্লাহ অধিক পছন্দ করেন।

অপরদিকে দ্বিতীয়ত স্বপ্নে বিবাহ দেখার মানে হচ্ছে হয়ত ভবিষ্যতে কোন অঘটনের জন্য আপনার বিবাহ নিয়ে সমস্যা হতে পারে। তাই সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত বিবাহ করে নেয়ার ইঙ্গিত দেওয়া হয়।

স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে দেখলে কি হয়

স্বপ্নে নিজের বিয়ে দেখার ইসলামী শরিয়ত মোতাবেক কোনো ব্যখ্যা আছে?

আমার বয়স ২৪ বছর।  আমি আগে থেকেই মাঝে মাঝে স্বপ্নে নিজের বিয়ে হওয়া দেখতাম। সেটা সাধারনত অনেকেই দেখে থাকে। কিন্তু ইদানিং প্রায় প্রতিটা স্বপ্নেই নিজের বিয়ে হতে দেখছি। কখনো বিয়ে হচ্ছে আবার কখনো দেখছি আমার পরিবারে একজন অচেনা নারী যে নাকি আমার স্ত্রী। উল্লেখ্য যে, আমি অবিবাহিত। আর আরেকটা কথা এই যে, দিনের বেলা যে বিষয়ে নাকি চিন্তা করা হয়, তা মানুষ রাতে স্বপ্নে দেখে। কিন্তু আমিতো বিয়ে নিয়ে তেমন চিন্তা করিনা। তাহলে এই স্বপ্নের ব্যখ্যা কি? এই স্বপ্ন কি কল্যাণের আভাস নাকি অকল্যাণের আভাস? 

স্বপ্নের ব্যাখ্যা

স্বপ্ন এমন একটা বিষয় যা ঝুলন্ত থাকে, স্বপ্নের ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা করবে সে অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়ন হবে।

সুতরাং স্বপ্ন কারো কাছে বলার ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত, এমন মানুষের কাছে স্বপ্ন বলবে যে তোমার কল্যানকামী,

যাচ্ছেতাই লোকের কাছে স্বপ্ন বর্ণনা না করাই মঙ্গল, অন্যথায় হিতে বিপরীত হতে পারে।

স্বপ্নের ক্ষেত্রে অনেক শর্তাবলীও রয়েছে, সর্বদা নামায পড়তে হবে,

দুই নামাযের মধ্যখানে ঘুমে স্বপ্ন দেখলে তা সত্য হওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া শেষ রাতের স্বপ্নও সত্য হয়।

আপনার এই স্বপ্নের ক্ষেত্রে ভাল কোন আলেমকে জিঞ্জাসা করুন, অনলাইনে অপেনভাবে তা না বলাই ভাল।

স্বপ্নে নিজের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাকে দেখলে কি হয়

এমন কিছু কিছু সংকেত আছে যা স্বপ্নে দেখলে খারাপ ভাগ্যও ভালো হয়ে যায়।

সেই সংকেত গুলি শুভ সংকেত।

স্বপ্নে যা দেখা যায় তার স্পষ্ট ব্যাখ্যাও যেমন রয়েছে, তেমনই সাংকেতিক অর্থও থেকে যায়।

প্রাক্তন প্রেমিক, স্বামী অথবা ঘনিষ্ঠ বন্ধুকে স্বপ্নে দেখার পিছনে এমন অনেক গুচ্ছ মানে লুকিয়ে রয়েছে।

তাহলে জেনে নেওয়া যাক এমনই কিছু স্বপ্নের মানে।

১) আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ?

এর অর্থ আপনি ভালোবাসার জগতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিজেকে নিজের সঙ্গির উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার।

নিজেকে একা মনে হবে ও নিজের প্রতি বিরক্তবোধ হতে পারে।

২) স্বপ্নে যদি দেখে থাকেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কাউকে বিয়ে করতে চলেছে, তাতে বোঝায় যে সে কোনো দুর্ভাগ্যের মধ্যে পরতে চলেছে।

৩) স্বপ্নে যদি করুর উপর রেগে যান, তাহলে মনে রাখুন বাস্তবে তিনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু।

৪) কারুর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বুঝবেন আপনি নিঃসঙ্গতায় ভুগছেন। তখন আপনার মনের অবদাবিত ইচ্ছা গুলো আপনার স্বপ্ন রূপে ধরা দেয়।

স্বপ্নে বিয়ে দেখলে কি হয় ( Sopne biye dekle ki hoy )

৫) যদি স্বপ্নে দেখা যায় নিজের স্ত্রী কারুর সঙ্গে ঝগড়া করছে তাতে বোঝায় সে অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে। আর যদি স্বপ্নে দেখা যায় প্রেমিকা বা স্ত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েছে তাহলে বোঝায় আপনি কোন ব্যবসা সংক্রান্ত কাজে ক্ষতির মধ্যে পড়বেন। এ ব্যাপারে আগাম সতর্ক হতে হবে।

৬) যদি স্বপ্নে দেখা যায় প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, তা নির্দেশ করে ভবিষ্যতে আপনার সামনে দুর্ভাগ্য নেমে আসবে।

৭) স্বপ্নে যদি দেখে থাকেন আপনার স্ত্রী বা প্রেমিকা মারা গেছেন, তাহলে এই স্বপ্ন বেশ শুভ। এতে বোঝায় আপনার স্ত্রী বা প্রেমিকা অনেক দিন বাঁচবেন আর দিন দিন আপনাদের দাম্পত্য ভালোবাসার আরোও বৃদ্ধি হতে থাকবে।

৩) স্বপ্নে নিজেকে গর্ভবতী হবার স্বপ্ন দেখার মানে হল আপনার মধ্যে নতুন কোন জীবনীশক্তি বা ধারণার সৃষ্টি হয়েছে। যার ফলে আপনার জীবনে নতুন কোন মোর আসতে পারে, যা আপনাকে নতুন দিকে পরিচালিত করবে।

৯) স্বপ্নে যদি দেখে থাকেন আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারুর সাথে ডেট করছে, তাহলে এটা বিশেষ সুখবর।

কারণ খুব তাড়াতাড়ি আপনি নিজের কোন কাজের জন্য বিখ্যাত হতে চলেছেন।

৬) স্বপ্নে প্রেমিক বা প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করতে দেখলে বুঝবেন আপনি তাকে মিস করছেন।

প্রাক্তনকে স্বপ্নে দেখার কারণ ও ব্যাখ্যা

কোয়ারেন্টিনে থেকে কোনো এক রাতে স্বপ্নে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা বা জীবনসঙ্গীর দেখা পেয়ে কি আপনি চিন্তিত? তবে দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলতে পারেন নিশ্চিন্তে।

কারণ এই ঘটনা শুধু আপনার সঙ্গেই নয়, আরও অনেকের সঙ্গেই ঘটছে।

বিষয়টি নিয়ে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি ‘এজিওয়াই ৪৭’।

তাদের মতে, গত বছরের তুলনায় এবছর ‘প্রাক্তনকে নিয়ে কেন স্বপ্ন দেখছি?’ এমন গুগল সার্চের মাত্রা বেছে ২,৪৫০ শতাংশ।

একেকজনের স্বপ্ন নিশ্চয়ই একেকরকম। তাই বিভিন্ন স্বপ্নের সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরেছে সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইট। সেই প্রতিবেদনের আলোকে জানানো হলো বিস্তারিত। 

প্রাক্তনের কাছ থেকে দৌড়ে পালানো: স্বপ্নে এমন দৃশ্য দেখা মানেই এই নয় যে আপনার প্রাক্তন আপনার দিকে ছুটে আসছে। বরং এর সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে আপনার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অনীহা।

হয়ত নতুন সম্পর্কের কথা ভাবার আগে আপনার আরও কিছু সময় একা পার করা উচিত।

আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে সম্পর্ক থেকে আপনার কিছু সময় অবসর নিয়ে সম্পর্ক থেকে আপনি আসলে কী চান সেটা নিয়ে ভাবা উচিত।

প্রাক্তনের মৃত্যু: স্বপ্নে কারও মৃত্যু দেখা মানসিকভাবে বিপর্যস্ত করবে এটাই স্বাভাবিক, পরিচিতজনের হলে তার মাত্রা আরও বেশি হবে।

তবে স্বপ্নে প্রাক্তনের মৃত্যুর দৃশ্য দেখার ইতিবাচক ব্যাখ্যাও থাকতে পারে।

হয়ত আপনি অবশেষে পরিস্থিতি সামলে নিতে পেরেছেন, অতীতকে ভুলতে সফল হচ্ছেন। ব্যাপারটা ইতিবাচক নয় কি?

স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে দেখলে কি হয়

প্রাক্তনের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ: এমন স্বপ্ন দেখা মোটেই অস্বাভাবিক নয়, এমনকি তা বাস্তবেও হতে পারে। তবে এমন স্বপ্ন অধিকাংশ ক্ষেত্রে তারাই দেখেন যাদের বিচ্ছেদ হয়েছে সম্প্রতি।

এমন স্বপ্নে ব্যাখ্যা হতে পারে আপনাদের মাঝে কোনো বোঝাপড়া অমীমাংসিত রয়ে গেছে।

আর বিচ্ছেদের অনেকসময় পর এমন স্বপ্ন দেখার কারণ হতে পারে কোনো অমীমাংসিত বিষয় এখনও আপনার অবচেতন মনে রয়ে গেছে।

প্রাক্তনের সঙ্গে বিয়ে: অন্যকারও সঙ্গে সম্পর্কে জড়ানো অবস্থায় প্রাক্তনকে বিয়ে করার স্বপ্ন দেখলে আঁতকে উঠতেই পারেন। তবে এরও ইতিবাচক দিক আছে। হয়ত আপনি প্রকৃত অর্থেই প্রতিশ্রুতিবদ্ধ হতে তৈরি, সম্পর্ককে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রস্তুত।

প্রাক্তনকে বিয়ে করতে দেখা মানে এই নয় যে, তার জন্য আজও আপনার মনে ভালোবাসা রয়ে গেছে। বরং এর মানে হল নতুন জীবন শুরু করার সময় এসেছে।

প্রাক্তনের সঙ্গে আবার সম্পর্কে জড়ানো: প্রাক্তনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার বিষয়টি স্বপ্নে দেখার অসংখ্য ব্যাখ্যা থাকতে পারে।

হয়ত আপনি বর্তমান সম্পর্ককে অতীত সম্পর্কের সঙ্গে তুলনা করছেন অবচেতন মনে, যার কারণে এমন স্বপ্ন উঁকি দিয়ে যাচ্ছে। তবে এনিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই।

প্রাক্তনের প্রেমে আপনার মন পড়ে আছে কি-না তা জানতে স্বপ্ন প্রয়োজন হয় না, এমনটা হলে আপনি নিজেই জানেন।

Leave a Comment