হাই গ্রীণ জাতের লাউ চাষ পদ্ধতি। কিভাবে লাউ চাষ করবেন। সহজ পদ্ধতিতে লাউ চাষ। লাউ চাষ। লাউ চাষের জমি নির্বাচন উঁচু জমিতে লাউ চাষ করতে হয়। উঁচু জমিতে ভালো করে পরিস্কার এবং চাষ করে নিতে হবে। প্রতিটি পাটিতে দুই হাত দুরুত্ব রেখে খলা করে লাউয়ের বীজ রোপণ করতে হবে। সেই সাথে বাঁশ দিতে মাচা তৈরী করে নিতে হবে। তিন ফিড উঁচু করে মাচা তৈরী করতে হবে যাতে করে লাউয়ের জালি বড় হলে মাচাতে লাউ ঝুলে থাকতে পারে। হাই গ্রীণ জাতের লাউ ফলন বেশি। হাই গ্রীণ জাতের লাউ বাজারে প্রচুর পরিমানে চাহিদা রয়েছে। দামে অনেক বেশি। জমিতে যেন পানি জমতে না পারে সেই ব্যাবস্থা করতে হবে। লাউ পানি সহ্য করতে পারে না। # হাই গ্রীণ লাউ# লাউ চাষ# লাউ # Uttarer Krishi # লাউ চাষ# লাউ# জলঢাকা, নীলফামারী।