কাজী নজরুল ইসলাসের বিখ্যাত কবিতা “বিদ্রোহী”। এটি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা।
** কবিতাটি বুঝতে হলে অবশ্যই শব্দার্থ এবং টীকা সম্পর্কে ধারণা থাকতে হবে। নিচে গুরুত্বপূর্ণ শব্দ ও চরণগুলো দেয়া হলো। এগুলো জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে।
মম- আমার
নেহারি- দেখে
দুর্দম- যাকে দমন করা যায় না
দুর্বিনীত- বিনয়ের অভাব, ঔদ্ধত্তপূর্ণ
নৃশংস- হিংস্র
মহাপ্রলয়- সৃষ্টির ধ্বংসকাল
নটরাজ-দেবতা মহাদেবের আরেক নাম
পৃথ্বীর- পৃথিবীর
দুর্বার- অবাধ্য (ইতিবাচক অর্থে)
টর্পেডো-ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য একধরনের অস্ত্র
ভীম- ভীষণ (কবিতায় পৌরাণিক চরিত্র পঞ্চপাণ্ডবের ২য় জনকে বলা হয়েছে)
ধূর্জটি- দেবতা শিব
নিশাবসান-রাত্রির অবসান
সুত-পুত্র
বেদুঈন- আরব দেশের যাযাবর জাতি
চেঙ্গিস- মোঙ্গল জাতির অন্যতম যোদ্ধা
কুর্ণিশ- সম্ভ্রমপূর্ণ সালাম, অভিবাদন, নমস্কার
** শির নেহারি’ আমারি, নত শির ঐ শিখর হিমাদ্রীর।
* মহা প্রলয়ের আমি নটরাজ
* আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল
* আমি ভরা-তরী করি ভরা-ডুবি
* আমি টর্পেডো
* আমি ভীম ভাসমান মাইন
* আমি ধূর্জটি
* বিদ্রোহী-সুত
* আমি অবসান, আমি নিশাবসান
* ইন্দ্রানী-সুত
* হাতে চাঁদ ভাল সূর্য
* মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য
* আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ
#Mitul
#Mitulofficial