হাদীসটি হলো: হয়রত আয়েশা (রাঃ) বলেছেন, রাসূল (সাঃ) ইরশাদ করেন, (স্বপ্নে) তোমাকে আমার নিকট দুবার দেখানো হয়েছে তোমাকে আমি বিয়ে করার পূর্বেই।
আমি দেখলাম একজন ফেরেশতা কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম:
তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম ইহা তুমি।
আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই হবে।
অতঃপর, তোমাকে পুনরায় দেখানো হলো।
পরবর্তীতে আমি একই ফেরেশতাকে স্বপ্নে দেখলাম কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেন এবং তাকে বললাম তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম পুনরায় ইহা তুমিই।
আমি নিজে নিজে বললাম: যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই ইহা ঘটবে।
(সহীহ আল-বুখারী, খন্ড-৯, পৃ-১১৫-৭, নং-১৪০)
বি:দ্র: স্বপ্ন দেখলেই যে`কারু কাছে বলবেন না। কারণ! স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তার ফলও সেরকমই হয়।
স্বপ্নে বিয়ে দেখলে কি হয় ইসলাম কি বলে
কাকে বিয়ে করতে দেখেছেন?
যদি স্বপ্নের মধ্যে নিজের বা অন্য কারও বিয়ে হতে দেখে থাকেন তাহলে শীঘ্রই কোনও মৃত্যু দেখতে পেতে পারেন।
আবার স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিত থেকে যেতে হতে পারে আপনাকে৷
অসুস্থ ব্যক্তির বিয়ের স্বপ্ন দেখার অর্থ আপনার মৃত্যুর হাতছানি দিতে পারে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে সপ্নের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই।
তাই, আপনার ক্ষেত্রেও যে এরকম কিছু ঘটবে বিষয়টি এরকম নয়।
তবে, অনেকেই এগুলো বিশ্বাস করেন।
বিবাহ হচ্ছে শুভ একটি বিষয়। সবাই চান এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।
কেউ কেউ স্বপ্নে নিজের বিবাহ দেখেন।
স্বপ্নে নিজের বিবাহ দেখার বিজ্ঞান ও সাইকোলজি গত ব্যাখ্যা হচ্ছে নিজের শারীরিক ক্রিয়া একজন প্রিয় সাথী চায়।
কারন প্রতিটি উপযুক্ত ব্যক্তির দেহে প্রজননের জন্য হরমোন ক্ষরনের মাধ্যমে মস্তিষ্ককে উদ্দিপিত করে যার ফলে পুরুষ দেহে বীর্য তৈরি ও বীর্যপাত স্বপ্নদোষ ঘটে। আবার নারীদেহেও ডিম্বক সৃষ্টি মাসিক চক্র শুরু হয়। স্বপ্নে সঙ্গম উত্তেজনা আসে যা মূলত সঙ্গী কামনাকে নির্দেশ দেয়।
তাই স্বপ্নে নিজের বিবাহ দেখার অর্থ হচ্ছে মন ও শরীর তার পরিপূরক সঙ্গী চায় যার জন্য তাকে দ্রুত বিবাহ করা উচিত।
অপরদিকে ধর্মীয় দার্শনিক দিক থেকে দুটি ব্যাখ্যা আছে। একটি হল স্বপ্নে বিবাহের উপদেশ লাভ করা। যেহেতু নরনারীর বিবাহ ফরজ। তাই গুণাহ এড়াতে এবং অধিক ধর্মানুরাগী হতে বিবাহ ও স্বামী সহচর্য গ্রহনকে নির্দেশ দেয় এই স্বপ্ন। কেননা স্বামী স্ত্রীর ভালবাসা পূর্ণ এক সাথে ইবাদাত আল্লাহ অধিক পছন্দ করেন।
অপরদিকে দ্বিতীয়ত স্বপ্নে বিবাহ দেখার মানে হচ্ছে হয়ত ভবিষ্যতে কোন অঘটনের জন্য আপনার বিবাহ নিয়ে সমস্যা হতে পারে। তাই সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত বিবাহ করে নেয়ার ইঙ্গিত দেওয়া হয়।
স্বপ্ন এমন একটা বিষয় যা ঝুলন্ত থাকে, স্বপ্নের ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা করবে সে অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়ন হবে।
সুতরাং স্বপ্ন কারো কাছে বলার ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত, এমন মানুষের কাছে স্বপ্ন বলবে যে তোমার কল্যানকামী,
যাচ্ছেতাই লোকের কাছে স্বপ্ন বর্ণনা না করাই মঙ্গল, অন্যথায় হিতে বিপরীত হতে পারে।
স্বপ্নের ক্ষেত্রে অনেক শর্তাবলীও রয়েছে, সর্বদা নামায পড়তে হবে,
দুই নামাযের মধ্যখানে ঘুমে স্বপ্ন দেখলে তা সত্য হওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া শেষ রাতের স্বপ্নও সত্য হয়।
আপনার এই স্বপ্নের ক্ষেত্রে ভাল কোন আলেমকে জিঞ্জাসা করুন, অনলাইনে অপেনভাবে তা না বলাই ভাল।
স্বপ্নে বিয়ে দেখলে কি হয়,
স্বপ্নে বিয়ে দেখলে কি হয় মিজানুর রহমান,
স্বপ্নে বিয়ে দেখলে কি হয় ইসলাম কি বলে,
shopne biye dekhle ki hoy,
shopne biye dekhle ki hoy alor poth,sopne biye dekhle ki hoy mizanur rahman azhari,
স্বপ্নে বিয়ে দেখলে কি হয় মিজানুর রহমান আজহারী,
স্বপ্নে বিয়ে দেখলে কি হয় আলোর পথ,
স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়,
স্বপ্নে বিয়ে করতে দেখলে কি হয়,
স্বপ্নে অন্যের বিয়ে দেখলে কি হয়,
স্বপ্নে স্বামীর বিয়ে দেখলে কি হয়,
স্বপ্নে দেখলে কি হয়,
বিয়ে স্বপ্ন দেখলে কি হয়,
বিয়ের স্বপ্ন দেখলে কি হয়,
নিজের বিয়ে স্বপ্ন দেখলে কি হয়,
বিয়ে বাড়ির স্বপ্ন দেখলে কি হয়,
স্বপ্নে বিবাহ দেখলে কি হয়,
স্বপ্নে বিবাহ করতে দেখলে কি হয়,
স্বপ্নে বিবাহ বিচ্ছেদ দেখলে কি হয়,
স্বপ্নে বিবাহিত নারী দেখলে কি হয়,
স্বপ্নে বিবাহ করিতে দেখিলে কি হয়,
স্বপ্নে বিবাহ দেখলে তার ব্যাখ্যা, #স্বপ্নে_বিয়ে_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিয়ে_দেখলে_কি_হয়_মিজানুর_রহমান
#স্বপ্নে_বিয়ে_দেখলে_কি_হয়_ইসলাম_কি_বলে
#স্বপ্নে_বিয়ে_দেখলে_কি_হয়_মিজানুর_রহমান_আজহারী
#স্বপ্নে_বিয়ে_দেখলে_কি_হয়_আলোর_পথ
#স্বপ্নে_নিজের_বিয়ে_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিয়ে_করতে_দেখলে_কি_হয়
#shopne_biye_dekhle_ki_hoy
#shopne_biye_dekhle_ki_hoy_alor_poth
#sopne_biye_dekhle_ki_hoy_mizanur_rahman_azhari
#স্বপ্নে_অন্যের_বিয়ে_দেখলে_কি_হয়
#স্বপ্নে_স্বামীর_বিয়ে_দেখলে_কি_হয়
#স্বপ্নে_দেখলে_কি_হয়
#বিয়ে_স্বপ্ন_দেখলে_কি_হয়
#বিয়ের_স্বপ্ন_দেখলে_কি_হয়
#নিজের_বিয়ে_স্বপ্ন_দেখলে_কি_হয়
#বিয়ে_বাড়ির_স্বপ্ন_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহ_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহ_করতে_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহ_বিচ্ছেদ_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহিত_নারী_দেখলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহ_করিতে_দেখিলে_কি_হয়
#স্বপ্নে_বিবাহ_দেখলে_তার_ব্যাখ্যা