পেঁয়াজ চাষের ধুম, পাবনার গজনার বিলে //onion Cultivation

পেঁয়াজ, বর্তমানের দেশের আলোচিত একটি মশলা জাতীয় পণ্য।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নজুড়ে গাজনার বিল বিস্তৃত।
দেশের এক-তৃতীয়াংশ পিয়াজ আবাদ হয় পাবনা জেলায়। তার মধ্যে এ বিলাঞ্চলই হচ্ছে সবচেয়ে বড় পিয়াজের ক্ষেত। গত বছর এ জেলায় চারা পিয়াজ আবাদ হয় ৩৯ হাজার ৮৪৫ হেক্টর জমিতে, মুড়িকাটা বা কন্দ পিয়াজ আবাদ হয় ৮ হাজার ৪৫ হেক্টরে। গতবার চারা পিয়াজের ফলন ছিল ৪ লাখ ৪৬ হাজার ৪২৬ মেট্রিক টন। এবার কৃষি বিভাগের হিসাবে চারা পিয়াজ রোপণ হচ্ছে ৪০ হাজার হেক্টরে, ফলনের আশা ৫ লাখ ৫৮ হাজার ৯৯৫ মেট্রিক টন। এর মধ্যে এই বিলেই পিয়াজ আবাদি এলাকা ১৮ হাজার হেক্টর।
=======================
মৃত্তিকা কৃষি চিত্র
কৃষি ভিত্রিক প্রামাণ্য চ্যানেল
আপনাদের যে কোন কৃষি ভিত্রিক প্রতিবেদন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
মোবাইলঃ 01638-712461
#গজনার_বিল
#Onion_Cultivation
#পেয়াজ_চাষ

Leave a Comment