দেশি-বিদেশি নানা জাতের পাখি এবং কবুতরের হাট টঙ্গী বাজার। বরাবরের মতো এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতার হাটে উচরে পড়া ভিড় থাকে। আপনিও চাইলে আসতে পারেন এই পাখি এবং কবুতরের বাজারে।
আপনার খামারের সফলতার গল্প তুলে ধরতে বা ভিডিও ধারণ করতে যোগাযোগ করুন।
ফোন : ০১৮৮৪-৫৯৪৮৫৬
ধন্যবাদ।