বাংলাদেশের সেরা ১০ টি দর্শনীয় স্থান | Top 10 places to visit in Bangladesh

এই ভিডিওটি বানানো হয়েছে দর্শনীয় স্থান বাংলাদেশ নিয়ে । প্রতি বছর দেশ-বিদেশ থেকে বাংলাদেশে আসে পর্যটকরা দর্শনীয় স্থান গুলো দেখার জন্য। বাংলা দেশের সেরা পর্যটন কেন্দ্র নিয়ে আমাদের এই ভিডিও টি বানানো হয়েছে। এই ভিডিও টির মাধ্যমে আপনারা অজানা রহস্য জানতে পারবেন। বাংলাদেশের পর্যটন কেন্দ্র। বাংলাদেশে অনেক জায়গা আছে যা দেখলে পর্যটকরা আকর্ষিত হবে। বাংলাদেশে এসে ভ্রমন করে সৌন্দর্য দেখে পর্যটকরা মুগ্ধ হয়ে যায়। বিশ্বের মধ্যে আমাদেের বাংলাদেশের সমুদ্র সৈকত সবচেয়ে বড় সমুদ্র সৈকত। বাংলাদেশের সেরা ২০টি দর্শনীয় স্থান,যেমন
(১) কক্সবাজার ; বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বের সেরা সমুদ্র সৈকত কক্সবাজারপাহাড়ে ঘেরা এক বিশাল সমুদ্র সৈকত যা দেখতে অনেক সুন্দর।

(২ ) সিলেট : বাংলাদেশের যে যে অঞ্চলে চা-বাগান রয়েছেতার মধ্যে সিলেটের চা-বাগান অনেক বড়, আর দেখতে অনেক সুন্দর। সিলেটে রয়েছে আর একটি দেখার মত জায়গা জাফলং।

(৩) ভাওয়াল ন্যাশনাল পার্ক ;ঢাকা জেলার আকর্ষনী দর্শনীয় স্থান এই ভাওয়াল ন্যাশনাল পার্ক।

(৪) সুন্দরবন ;সারা বিশ্বের মধ্যে এই বাংলা দেশের ম্যানগ্রোভ বনাঞ্চলসবচেয়ে অন্যতম।

(৫) কুমিল্লা ;কুমিল্লাতে অনেক কিছু দেখার মত রয়েছে। এর মধ্যে অন্যতম হল, সালবন বিহার,ময়নামতি এবংব্লু ওয়াটার পার্ক।

(৬) জাফলং; সিলেট জেলায় অবস্থিত এই জাফলং। সিলেটের জাফলং এ জৈন্তিয়া পাহারের অপরুপ সুন্দর্য আপনার মনকে জুরিয়ে দিবে।

(৭) বঙ্গবন্ধু সাফারি পার্ক; গাজিপুরে অবস্থিত এই বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের সেরা আকর্ষনীয় স্থান।
(৮) নিঝুমদ্বীপ ;নোয়াখালী জেলায় অবস্থিত এই নিঝুম দ্বীপ।

(৯) তাজহাট জমিদার বাড়ী; রংপুর জেলায় অবস্থিত এই জমিদার বাড়।

(১০) মনপুরা দ্বীপ-ভোলা জেলাই অবস্থিত এই মনপুরা দ্বীপ।

আমাদের এই ভিডিওতে দেখানো হবে পৃথিবীর দর্শনীয় স্থান ,কিছু আশ্চর্য স্থান এবং কিছু ভয়ংকর নিদর্শন। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা দেখলে পর্যটকদের মনকে মুগ্ধ #ITBuzz360 # #সেরা_১০ #বাংলাদেশের_পর্যটন_কেন্দ্র


Audio credit
https://www.bensound.com/

Leave a Comment