প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক

দেশের বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক। তবে ঋণ পাবেন তারাই, যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ঋণের সুদের হার ৯ শতাংশের বেশি নয়।

দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ১৯৯৮ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে গঠিত হয় কর্মসংস্থান ব্যাংক। ব্যাংক গঠনের উদ্দেশ্য হচ্ছে বেকার যুবকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্পে বিনিয়োগে উৎসাহ দেওয়া, দারিদ্র্য বিমোচনে সহায়তা ইত্যাদি। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি উদ্দেশ্য পূরণে ঋণ দিয়ে যাচ্ছে।

কর্মসংস্থান ব্যাংক সূত্রে জানা গেছে, মৎস্য চাষ, দুগ্ধ খামার, গবাদিপশু মোটাতাজাকরণ, চালকল, বেকারি, স মিল, তাঁতশিল্প, ডায়াগনস্টিক সেন্টার, বিনোদন পার্ক, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ে ব্যাংকটি এযাবৎ পাঁচ লাখ লোককে ঋণ দিয়েছে, পরোক্ষভাবে যার উপকারভোগী ২০ লাখ লোক।
কর্মসংস্থান ব্যাংকের ৩৩টি আঞ্চলিক কার্যালয় এবং ২৪টি শাখা রয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৯৯ কোটি ৫০ লাখ টাকা। ২০১৭-১৮ অর্থবছর শেষে ব্যাংকটির ঋণের স্থিতি ছিল ১ হাজার ২৯৬ কোটি ৯৫ লাখ টাকা। ব্যাংকটির খেলাপি ঋণের হার ৬ শতাংশ।

সাম্প্রতিক সময়ে ব্যাংকটি ঋণ কর্মসূচি সম্প্রসারণ করতে চাইছে। এ জন্য শরণাপন্ন হয়েছে প্রথমত, বাংলাদেশ ব্যাংকের এবং দ্বিতীয়ত, অর্থ মন্ত্রণালয়ের। ব্যাংকটি ‘মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ সহায়তা কর্মসূচি’র আওতায় পুনঃ অর্থায়ন বাবদ ২০০ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক থেকে। আর এর বিপরীতে অর্থ মন্ত্রণালয় থেকে ২০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থ বিভাগ—উভয়েই এ ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানা গেছে।

Our Facebook Page Links:
https://www.facebook.com/ShariatpurBarta18
https://www.facebook.com/AjkerPatuakhali18
https://www.facebook.com/pg/AlokitoBhola80
https://www.facebook.com/BargunarAlo
https://www.facebook.com/BarishalProtibedon18/
https://www.facebook.com/MadaripurDorpon
https://www.facebook.com/ShariatpurBarta18
https://www.facebook.com/JhalakathiAjkal

Our Youtube Channel Links:
https://www.youtube.com/channel/UCTwV0lcnSFnmgwIyXBgLMfQ?view_as=subscriber

https://www.youtube.com/channel/UCTEhG1NsbyXDEB7EniRRqjw?view_as=subscriber

Leave a Comment