পেঁচার ১০ অদ্ভুত তথ্য জানলে আপনি ভাববেন | আগে পেঁচা ডাক শুনে বিয়ে করতে হবে না | বিডি শো 360

পেঁচার ১০ অদ্ভুত তথ্য যা জানলে আপনি অবাক হবেন | বিয়ের আগে #পেঁচা ডাক শুনলে বিয়ে হবে না | BD SHOW 360 #Owl

নিশাচর পাখি পেঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা, সংস্কার প্রচলিত রয়েছে। অনেকে এ পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন। কোনো কোনো সমাজে পেঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয়। মনে করা হয়, এতে পেঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে।

আবার কিছু সম্প্রদায়ের কাছে এ পাখি পূজনীয়। সনাতন ধর্মমতে লক্ষ্মীর বাহন পেঁচা।

তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনোটাই মানতে নারাজ। পেঁচা অন্য সবার মতোই প্রাণিজগতের একজন সদস্য। আর পেঁচার রয়েছে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য যা হয়তো অনেকেরই অজানা।

SUBSCRIBE TO OUR CHANNEL (BD SHOW 360)
➤ https://youtu.be/jgIz7T0NJjg
➤ http://www.fb.com/bdshow360
➤ http://bdshow360.blogspot.com/

Leave a Comment