শীতকালীন সবজিগুলোর মধ্যে গাজর একটি। এ ফসলটি সারা বছর হলেও শীতে ফলন দেয় বেশি। অন্যান্য সময়ে এর ফলন হয় কম। তাই শীতকালীন সবজি হিসেবে গাজর যেমন পরিচিত তেমন জনপ্রিয়ও বটে। এর ইংরেজি নাম Carrot ও বৈজ্ঞানিক নাম Daucus carota. আমাদের দেশের প্রায় সব জায়গায় গাজর চাষ করা হয়।
তবে আজ আমি আপনাদের দেখাবো টবে #গাজর_চাষ করার সবচেয়ে সহজ পদ্ধতি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুণ,
এবং কৃষির এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমাদের আরও ভিডিও দেকুন –