পানি ফলের চাষ করে স্বাবলম্বি || Water Chestnut Plant

কম খরচ এবং বেশী লাভ হওয়ায় সাতক্ষীরায় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে পানি ফলের চাষ। ভাদ্র থেকে আশ্বিন পর্যন্ত জলাবদ্ধ জমিতে পানি ফল রোপণ শুরু করেন চাষীরা। আর অগ্রহায়ণ থেকে পৌষের শেষ পর্যন্ত চলে ফল বিক্রি। গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টর জমিতে পানিফলের চাষ বেশি হয়েছে। চলতি মৌসুমে জেলায় মোট ১০০ হেক্টর জলাবদ্ধ পতিত জমিতে পানি ফলের চাষ হয়েছে। এতে কর্মসংস্থানের পাশাপাশি কৃষকরাও লাভবান হচ্ছেন। সাতক্ষীরার পানি ফল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
সিংক- কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা।
—————————-
Satkhira’s water chestnut is being supplied to different districts of the country including the capital.

Leave a Comment