“লা-ইলাহা ইল্লাল্লাহু” জিকির করার ফজিলত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস।

#লা_ইলাহা_ইল্লাল্লাহু_জিকির_করার_সর্বশ্রেষ্ঠ_ফজিলত_পূর্ণ_হাদিস_কুদসী


মহান আল্লাহ তায়ালার কোনো মুসলিম বান্দা যখন “লা-ইলাহা ইল্লাল্লাহু” জিকির করতে শুরু করে তখন বাক্যটি সমস্ত আকাশ ছেদ করে মহান আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়, সুবহানআল্লাহ।
তখন মহান আল্লাহ্‌ পাক বলেন “-তুমি স্থির হও-“
তখন বাক্যটি বলে,, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করছে তাকে এখনো মাফ করা হয়নি।

মহান আল্লাহ বলবেন,
আমি এমন এক লোকের মুখে তোমাকে উচ্চারণ করিয়েছি, যাকে উচ্চারণের পূর্বেই মাফ করে দিয়ে দিয়েছি। সুবহানআল্লাহ।

মহান আল্লাহ আমাদের সকল কে হাদিস টির উপর আমল করার তাওফিক দান করুণ।
আমিন।

Leave a Comment