শিশুর জন্মের পর প্রথম যে কাজটি করতে হয় শিশুর সুন্দর নাম রাখা। ইসলামে ইসলামিক নাম রাখা প্রয়োজন তাই বাচ্চাদের ইসলামিক নাম রাখা উচিত। আজ কাল ছেলেদের আধুনিক নাম না রেখে ইসলামিক নাম ও তার অর্থ বুঝে নাম রাখা দরকার। ছেলেদের ইসলামিক নাম রাখা জন্য ইসলামিক নামের তালিকা থেকে রাখতে পারেন। ইসলামিক নামের তালিকা থেকে বাচাই করে আপনাদের জন্য ছেলেদের সুন্দর নামটি এই ভিডিওতে পাবেন। কোরআনের মধ্যে অসংখ্যক নাম রয়েছে যা ইসলামিক ছেলেদের নাম। কুরআনের সব নাম রাখা যাবে না কারন কোরআনের অনেক আয়াতে ইহুদিদের নামও উল্লেখ রয়েছে তাই নাম রাখার আগে নাম ও অর্থ জেনে নাম রাখা উচিত।
অনেক পিতামাতার ইসলামিক বিভিন্ন অক্ষর দিয়ে নাম খুজছেন তাই আপনাদের জন্য ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও তার অর্থসহ নিয়ে এসেছি। সেরা ইসলামিক নাম গুলো থেকে ম দিয়ে ছেলেদের নাম বাচাই করে সেরা নাম গুলো দিয়ে ভিডিওটি তৈরি করেছি। ইসলামের বাচ্চাদের নাম গুরুত্ব রয়েছে কারন পরকালে আল্লাহতাআলা তার বান্দাকে তার সুন্দর নামটি দিয়ে ডাকবেন। তাই ইসলামের নামের গুরুত্ব রয়েছে তাই ইসলামিক ধর্মের সবার নাম ইসলামিক নাম হওয়া উচিত।