টবে আদা চাষ করার পদ্ধতি – বারান্দায় বা ছাদের টবে আদা চাষের পদ্ধতি – Ginger Cultivation in Tub

টবে আদা চাষ করার পদ্ধতি – বারান্দায় বা ছাদের টবে আদা চাষের পদ্ধতি – Ginger Cultivation in Tub

মসলাপাতির মাঝে আদার দামটা একটু চড়াই বটে। তবে দামের চাইতেও জরুরী ওষুধমুক্ত, সতেজ আদা পাওয়া।

হরেক রকম মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম, আজকাল অনেকেই এসব লাগান নিজের বারান্দায় বা টবে।

আদা থেকে গাছ গজাতে হবে প্রথমে। এই কাজটি করার জন্য আদাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন কিছু দিনের জন্য।

গাছ গজিয়ে গেলে আদাকে টুকরো করে নিন। প্রত্যেক টুকরোয় কমপক্ষে একটি গাছ যেন থাকে, সেটি খেয়াল রাখবেন।

এবার লম্বাটে টবে বা পাত্রে আদা রোপন করুন। পানি বা তেলের ৩-৫ লিটারের বোতলগুলো বেশ ভালো কাজে আসবে।

সমান সমান পরিমাণ মাটি ও জৈব সারের সাথে অর্ধেক পরিমাণ বালু মিশিয়ে আদার জন্য মাটি তৈরি করুন।

একটি পাত্রে একাধিক আদার টুকরো রোপণ করুন। পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। গাছ মাটির ওপরে বেরিয়ে আসলে প্লাস্টিক সরিয়ে দেবেন।

নিয়মিত পানি দেবেন, তবে খুব বেশী নয়। ২/৩ দিন পরপর। বেশী পানি দিলে আদা পচে যাবে। পর্যাপ্ত আলো-বাতাসে রাখুন।

আদা রোপণের জন্য ভালো সময় ফেব্রুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত। রোপণের ২/৩ মাসের মাঝেই গাছ গজাবে।

ভালো অবস্থায় গাছ ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। হেমন্তে গাছ যখন শুকিয়ে যাবে, তখন মূল টেনে তুলে নিন। এই মূলটিই হচ্ছে আদা।

আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখুন এখান থেকে –

➽ ১ হাজার কোয়েল পাখি পালনে মাসিক কত টাকা আয় করা সম্ভব? শুনুন খামারির মুখেই
https://youtu.be/sdvOlDjF3sc

১০০০ লেয়ার মুরগি পালনে মাসিক কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/MgRVSpISzp0

টবে আলু চাষ করার পদ্ধতি
https://youtu.be/kiKREhjFlHY

এক বছরের চারা গাছে কাঁঠাল ধরানোর উপায়
https://youtu.be/YTPScF1L34E

১০০ টার্কি মুরগি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/apaHJaHNDUA

১০টি ফ্রিজিয়ান গাভী পালনে মাসিক এবং বাৎসরিক কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/ME4k_UuCnMs

১ হাজার দেশি মুরগি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব?
https://youtu.be/HgP5FyA-tkI

লেবু গাছে কলম করার পদ্ধতি
https://youtu.be/HbrAJzCFByg

পেঁপে গাছে কলম করার পদ্ধতি
https://youtu.be/Fv2NYKQIKrQ

Leave a Comment