লালশাক একটি জনপ্রিয় খাবার। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি লালশাক চাষ হয়। লালশাক সুস্বাদু ও পুষ্টিকর। দেশের অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লালশাক চাষ ও বাজারজাত করা হচ্ছে। বেকারত্ব দূর করতে নারী বা পুরুষ নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে লালশাক চাষ করে ব্যবসা শুরু করতে পারেন।
লালশাক সুস্বাদু ও পুষ্টিকর তাই ছোট-বড় সবাই এই শাক খুব পছন্দ করে। যেহেতু এর চাহিদা সবার কাছেই আছে তাই লালশাক চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বাজারে বিক্রি করে বাড়তি আয় করাও সম্ভব। লালশাক রপ্তানি করার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
আজকে আমি আপনাদের লাল শাকের চাষ সম্পর্কে সম্পূর্ন ধারণা দেওয়ার চেষ্টা করব-
যেমনঃ-
– জমি ও মাটি
– জাত
– বীজ হার ও বপন
– সারের মাত্রা
– সার প্রয়োগ পদ্ধতি
– পরিচর্যা
– পোকামাকড় ব্যবস্থাপনা
– রোগ ব্যবস্থাপনা
– রোগ ব্যবস্থাপনা ইত্যাদি।
এই সব বিষয় গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব।
তাহলে আসুন বন্ধুরা দেখে আসি কীভাবে লালশাক চাষ করবেন!!
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করন-
আর প্রতিদিন কৃষি বিত্তক আপডেট পেতে এখনি আমার শ্যামল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
আমাদের চ্যানেলের আরও ভিডিও দেখুনঃ-
▶ মাত্র ১০০০ টাকায় কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করুন || কোয়েল পাখির খাঁচা তৈরি || কোয়েল পালন – পর্ব ১
https://youtu.be/_aWfQVXUoYY
▶ ১ হাজার কোয়েল পাখি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব? (সব খরচ বাদে) – কোয়েল পাখি পালন – পর্ব ২
https://youtu.be/Qvn3qZDluf0
▶ ১০০ টার্কি মুরগি পালনে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব? – টার্কি মুরগি পালন পদ্ধতি – পর্ব ১
https://youtu.be/XukJZdqE9bc
▶ পেঁপে গাছে কলম করার পদ্ধতি || Grafting on Papaya Tree || শ্যামল বাংলা
https://youtu.be/Fv2NYKQIKrQ
▶ লেবু গাছে কলম করার পদ্ধতি || গুটি কলম করার পদ্ধতি || Lemon Tree Air Layering
https://youtu.be/HbrAJzCFByg
▶ মুলা চাষ করার পদ্ধতি || আধুনিক পদ্ধতিতে মুলা চাষ করুন || শ্যামল বাংলা
https://youtu.be/8Scnbl0xLew