খুশকি দূর করুন ৫টি সহজ ঘরোয়া উপায়ে! 5 Easy Home Remedies for Dandruff

খুশকি (Dandruff) সমস্যায় কখনোই ভোগেননি, এমন মানুষ খুজে পাওয়া কঠিন! কারণ এটা অতি সাধারণ একটা সমস্যা। মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়। এটা একটা ক্রম তবে পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে যেতে পারে না তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রমিত হয়। যার ফলে খুশকি হয়। মাথা থেকে সাদা গুঁড়ার মতো খুশকি পড়ে এবং মাথা চুলকায়। মাথায় খুশকির সৃষ্টি নানা ভাবে হতে পারে। মাথার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়, যদি চুল নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে সহজেই খুশকি হয়। স্কাল্প বা মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলেও খুশকি হতে পারে। এমনি মানসিক দুশ্চিন্তার কারণেও খুশকি হয়।

শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক ও ধুলাবালিযুক্ত। ফলে খুশকির প্রকোপও বেড়ে যায়। যাঁদের খুশকির সমস্যা অন্যান্য সময় থাকে না, দেখা যায় শীতকালে তাঁদেরও খুশকির সমস্যা হয়। নানা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই বেয়াড়া খুশকির লাগাম টেনে ধরতে পারেন আপনি। অর্গানিক হেলথ ডটকম অবলম্বনে জেনে নিন খুশকি দূর করার কিছু সহজ উপায়।

এই ভিডিওটি আপনার ফেইসবুক, টুইটার বা অন্যকোন সামাজিক সাইটে শেয়ার করতে লিংকটি কপি করে পোস্ট করুন – https://youtu.be/fqu8npXZP1A
গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন – https://www.youtube.com/mdfaijulhuq

My Facebook : https://web.facebook.com/dr.faijulhuq/
Twitter : https://twitter.com/faijulhuq
Google+ : https://plus.google.com/+MdFaijulHuq

Leave a Comment