একটানা ৭ দিন খালি পেটে রসুন খেলে কি হয়, চলুন জেনে আসি-
রসুন এক দারুণ পেনিসিলিন জাতীয় মসলা যা মানুষের দেহে এমন কোনো রোগ বালাই নেই যার প্রতিষেধক হিসেবে কাজ করে না। এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম জিংক ও ভিটামিন ‘সি’। এটি চমৎকার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টি-ভাইরাল হিসেবে কাজ করে, যা আমাদের বিভিন্ন রোগবালাই থেকে দূরে রাখে।
রসুনের কিছু ঔষধী গুণ-
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অন্ত্রের জন্য ভাল, শরীরকে ডি-টক্সিফাই করে, যক্ষ্মা প্রতিরোধক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,
হজমের সমস্যা মুক্তি, জমে যাওয়া কফ থেকে মুক্তি, হৃদপিন্ডের সুস্থতায়, প্লাক জমাতে বাধা প্রদান করে, গিট বাতের সমাধানে, শরীরের ফুড়া সারাতে, ক্যান্সের প্রতিরোধে, ব্রনের সমস্যা দূর করতে, পেটের কৃমি নিরাময়ে, রক্ত পরিষ্কারে, ঠান্ডা ও জ্বরে, ব্যাকটেরিয়া ও জীবাণুঘটিত রোগ প্রতিরোধে, কাটা সারিয়ে তুলতে, ত্বকের যত্নে.
সকালে খালি পেটে কাঁচা রসুন কেন খাবেন তা নিয়েই আমাদের আজকের ভিডিও।
Garlic generally contains a huge amounts of various nutrients which help our body to prevent many diseases. In fact, it contains a almost everything which our body needs. In this health tips, we are going to discuss about Garlic Benefits and benefits of eating raw Garlic and Pneumonia,Lung infections,Tuberculin,Pathology (Medical Specialty). Know more about this topic from http://www.newhealtharena.com/