বাড়িতে তৈরী আয়ুর্বেদিক তেল দিয়ে চুল ভালো রাখুন। ২টি সহজ পদ্ধতি জেনে নিন। | EP 257

চুলের পুষ্টির জন্য তেলের বিকল্প নেই। তেল চিটচিটে ভাবের জন্য অনেকে চুলে তেল লাগাতে চায় না। এতে চুলের সবচেয়ে বড় ক্ষতি করে থাকে। তেল চুলের গোড়া থেকে পুষ্টি যোগিয়ে চুলকে সিল্কি, শাইনি করে তোলে। আমরা সাধারণত বাজারের নারকেল তেল, বাদাম তেল ব্যবহার করে থাকি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেল ও সেরাম অনেক খুঁজে পাওয়া যায়। এদের প্রত্যেকটির গায়ে লেখা থাকে ভেষজ, সব প্রাকৃতিক ও আয়ুর্বেদিক। কিন্তু বাস্তবে এর উত্পাদন প্রক্রিয়ার সত্যতা জানা কঠিন। এরচাইতে বরং বাড়িতেই বানাান আয়ুর্বেদিক তেল। সঠিক উপাদানেের ব্যবহার এবং সঠিক পদ্ধতি শিখুন, তাহলে এটি কষ্টসাধ্য হবে না। আয়ুর্বেদিক তেল চুলের জন্য বেশ উপকারী। এটি চুল পড়া রোধ করে চুলকে স্বাস্থ্যজ্বল ঝলমলে করে তোলে। আয়ুর্বেদিক তেল ঠান্ডা স্থানে রাখুন। এতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার না করার কারণে রোদের তাপে তেল নষ্ট হয়ে যেতে পারে। ব্যবহার পর খুব ভাল করে তেলের ঢাকনাটি লাগিয়ে রাখুন। এই তেল আপনার চুল পড়া রোধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এমনকি আপনার নিষ্প্রাণ চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলবে।

DISCLAIMER: THIS IS FOR OUR EDUCATION PURPOSE PLEASE CONSULTS YOUR DOCTOR BEFORE APPLYING ANY REMEDIES. ; All the video content published on our channel is our own creativity for information only. We are NOT a licensed or a medical practitioner so always consult professional in case you need.

Leave a Comment