ভিডিওটি ভাল লাগলে একটি লাইক দিন এবং এটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তী স্বাস্থ্যতথ্য বিষয়ক নতুন ভিডিও পাওয়ার জন্য Salehin Tube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
১. পেয়ারা পাতা ডায়রিয়া প্রতিরোধ করে:
পেয়ারা পাতায় শক্তিশালী এন্টি ব্যাকটেরিয়াল গুন আছে যা ডায়রিয়ারর জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে।
২. পেয়ারার পাতা ওজন কমাতে সাহায্য করে:
পেয়ারার পাতা ওজন কমাতে কার্যকরী। এটি কমপ্লেক্স স্টার্চকে চিনিতে রুপান্তরিত হওয়া প্রতিরোধ করে। ফলে শরীরে ফ্যাট জমে না এবং ওজন কমে।
৩. পেয়ারার পাতা ডায়াবেটিস প্রতিরোধ করে:
পেয়ারার পাতা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কার্যকর ভাবে রক্তের গ্লুকোজ কমায়। এটি শরীরে সুক্রোজ ও মল্টোজ এর শোষন কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।
৪. পেয়ারা পাতার ব্রংকাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয়:
পেয়ারার পাতা ফুসফুসের এলভিওলি প্রসারিত করে এবং মিউকাস সিক্রোশন কমানোর মাধ্যমে কফ থেকে মুক্তি দেয়।
৫. পেয়ারা পাতা দাতের ব্যাথা এবং গামের প্রদাহ ভাল করে:
পেয়ারা পাতায় শক্তিশালী প্রদাহরোধী গুন থাকার কারনে এটি দাতের ব্যাথা ও গামের প্রদাহ ভাল করে। এছাড়া এটি জ্বর ঠোসা ও মুখের ঘা সারাতে কার্যকরী।
৬. পেয়ারা পাতা হজমে সাহায্য করে:
পেয়ারা পাতা ডাইজেসটিভ এনজাইমের প্রোডাকশন বাড়িয়ে হজম শক্তি ভাল করে। পেয়ারার পাতাতে বিদ্যমান এন্টি ব্যাকটেরিয়াল গুন পাকস্থালীর ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ করে পেটের ব্যাথা কমায়।
৭.পেয়ারা পাতা ডেঙ্গু জ্বর চিকিৎসায় কর্যকরী:
ডেঙ্গু জ্বর চিকিৎসার ন্যাচারাল রেমিডি/প্রাকৃতিক প্রতিকারে পেয়ারার পাতা ব্যবহার করা হয়। ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কাউন কমে যায়। পেয়ারা পাতার কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্লাটিলেট কাউন্ট বাড়াতে পারে।
৮. পেয়ারা পাতা ক্যান্সার প্রতিরোধ করে:
এটা প্রমানিত হয়েছে যে পেয়ারার পাতা ব্রেষ্ট, প্রষ্টেট,ওরাল এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের মত বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুকি কমাতে পারে।
Disclaimer: The materials and the information contained on Salehin Tube channel are provided for general and educational purposes only. None of the information on our videos is a substitute for a diagnosis and treatment by your physician. If you have or suspect that you have a medical problem, promptly contact your physician.