আজ আমি আপনাদের মাঝে সাদা চুল কালো করার একটি তেল তৈরি করে দেখাবো।যেটি ব্যাবহার করলে আপনার সাদা চুল কালো হবে ১০০%।চুল কালো করার এই ঘরোয়া উপায় আপনার চুলের জন্যে খুব উপাকার করবে।
যা যা লাগবেঃ
১ নারিকেল তেল
২ নবরত্ন তেল
৩ শেসা তেল
এই তিনটি তেল একত্রে মিশিয়ে চুলের গোড়াতে লাগিয়ে রাখুন।এরপর রাতে ঘুমিয়ে পড়ুন।এভাবে টানা ১ থেকে দেড় মাস ব্যাবহারের ফলেই আপনার সাদা চুল কালো হয়ে যাবে।