এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
শিল্পীঃ রুনা লায়লা
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
আমায় তুমি ফেলে যেও না
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো
একটু করো করুণা
জীবনের আকাঁবাকাঁ পথে
ওগো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না
Enjoy & stay connected with us!
► Subscribe US #EagleMovies : https://goo.gl/aLbMHX
► Like us on Facebook: https://www.facebook.com/EagleMusicBD
► Follow us on Instagram: https://www.instagram.com/Eagle.Music