স্বপ্নে নদী দেখিলে তার ব্যাখা Shopne nodhi dekhile ki hoy | Shopner Tabir | Shopner bekkha

স্বপ্ন সম্পর্কে জানুন , স্বপ্নের ব্যাখ্যা জানুন ,স্বপ্নের তাবির জানুন।
আরো বিস্তারিতো জানতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুণ।

Learn about dreams, learn the interpretation of dreams,
learn the relation of dreams.

বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারের মতেঃ
স্বপ্নে নদী দেখিলে সাধারণত মধ্যম সম্পদশালী, সামাজিক মান মর্যাদা ,এবং আপাত চিন্তামুক্তি বুঝাইয়া থাকে। স্বপ্নে কেউ নদীতে গোসল করিতে দেখিলে, তবে ইহা মনে প্রফুল্লতা এবং পুণ্যকাজ করিবার নিদর্শন। স্বপ্নে কেহ নদীতে নামিয়া গোসল করিতে গিয়া ভয়ভীতির স্বীকার হইলে, বাস্তবে জীবনেও স্বপ্নদর্শন কারী ভয়ভীতি এবং চিন্তা ভাবনায় পড়িবার আলামত।যদি কেহ স্বপ্নে নদীর পানি পান করিতে দেখে, তবে ইহা মানুষিক প্রশান্তির আলামত। যদি কেহ নদীর পানি ঘোলা বা ময়লা দেখে, কিন্তু হাতে লইবার পর পরিষ্কার দেখিতে পায়, তবে ইহা বর্তমানে চিন্তিত অবস্থা বুঝাইয়া থাকে এবং ভবিষ্যৎ জীবন শান্তি এবং নিরাপদ বুঝাইয়া থাকে।যদি কেহ নদীর পানি গোলা দেখে কিন্তু হাতে লইবার পরেও গোলা মনে হয়, তবে ইহা সামনে দঃখ কষ্ট এবং বিপদ আপদ বুঝাইয়া থাকে।
যদি কেহ স্বপ্নে নদী ভ্রমণ করিতে দেখে, তবে ইহা কোন কাজে বিলম্বে সফল হইবার আলামত।

Connected In Facebook
Join Our Facebook Fan Page
https://www.facebook.com/ShopnerTabir

বিশেষ সতর্কীকরণ : এই চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন । ক্ষমা এবং আমাদের অনুমতি ছাড়া আমাদের কোন ভিডিওর কোন উপকরণ অন্য কোন ভিডিওতে ব্যবহার করাও কপিরাইট আইনের লঙ্ঘন ।
আমাদের কোন ভিডিও বা আমাদের কোন ভিডিওর কোন উপকরণ অন্য কোন চ্যানেলে পাওয়া গেলে কপিরাইট নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়া হবে ।

স্বপ্নে মাছ দেখিলে তার ব্যাখ্যা।।
https://www.youtube.com/watch?v=vSfPkyk5cwI

স্বপ্নে টাকা পয়সা দেখিলে তার ব্যখ্যা।।
https://www.youtube.com/watch?v=NRYga03PVQA&t=1s

স্বপ্নে যৌন মিলন দেখিলে তার ব্যখ্যা।।
https://www.youtube.com/watch?v=Hw0xPfcNKlw&t=11s

স্বপ্নে সাপ দেখিলে তার ব্যখ্যা।।
https://www.youtube.com/watch?v=w3HuApeFcKE&t=1s

সবার কমেন্টের উত্তর এখন থেকে নিয়মিত পাবেন ইনশায়াল্লাহ। যাদের উত্তর দেওয়া হয়নি এখনো, তাদের কাছে আন্তরিক ক্ষমা চাচ্ছি। আশাকরি সবার যৌক্তিক কমেন্টের উত্তর এখন থেকে দেওয়ার চেষ্টা করা হবে। যারা যারা আমাদের পাশে আছেন, আপনাদের সবার প্রতি তাই আমরা খুবই কৃতজ্ঞ।

Leave a Comment