——————————————————————————-
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম দড়িচর দাদপুর। দড়িচর বলেই সবাই জানে এগ্রামকে। কীর্তিনাশা নদীর দুই পাড়ে গ্রামটির অবস্থান। ৪ বছর আগেও এই গ্রামে কেউ বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ করতো না। ২০০৮ সালে ইলিয়াস মাদবর নামের এক হতদরিদ্র বেকার যুবক ২৫ শতাংশ পতিত বালুময় জমিতে ঋণের টাকায় উচ্চ ফলনশীল জাতের করলা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করে। তার দেখাদেখি শতাধিক কৃষক দড়িচর গ্রামে করলা, চিচিঙ্গা, বেগুনসহ অন্যান্য মওসুমী সবজি আবাদ করলেও গ্রামটি এখন করলার গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। এ বছর ওই গ্রামে চাষ করা হয়েছে গ্রায় ২০ একর জমিতে উফশী জাতের করলা। বিস্তারিত ভিডিওতে দেখুন—-