সাপের কামড় খেয়ে স্ত্রীকে কামড়ালেন স্বামী কারণ জানলে চমকে উঠবেন !!!

এক ব্যক্তি সাপের কামড় খেয়ে মৃত্যু আসন্ন বুঝতে পেরেছিলেন। কিন্তু এ সময়েই তিনি হঠাৎ তার স্ত্রীর হাতে কামড়ে দেন।

কিন্তু কেন তার এ অদ্ভুত আচরণ?
স্ত্রীকে বড় ভালোবাসতেন শংকর রায়। হয়ত তিনি মৃত্যু আসন্ন বুঝতে পেরে চেয়েছিলেন পরকালটাও একসঙ্গে স্ত্রী-এর সঙ্গেই কাটাবেন। সেই কারণে বিষধর সাপের কামড় খেয়ে নিজের স্ত্রীর কব্জিতে কামড় দেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , শংকর রায় এবং তার স্ত্রী আমিরি দেবী বিহারের সমস্তিপুর জেলায় বীরসিংহ গ্রামের বাসিন্দা। গত শনিবার যখন ওই দম্পতি ঘুমাচ্ছিলেন সেই সময় একটি বিষাক্ত সাপ শংকরকে কামড় দেয়। সাপের কামড়ে তার ঘুম ভেঙে যায়। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বুঝতে পেরে আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি। স্ত্রীকে সঙ্গে নিয়ে ইহলোক ত্যাগ করার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
for more update subscribe:www.youtube.com/c/newsbangla

Leave a Comment