বাংলাদেশ কৃষি ব্যাংক কুমারখালী শাখার লোন সহয়তায় সোনালী হস্তশিল্প এখন স্বাবলম্বী ।

ফেসবুক কল্যাণে এস এম ই লোন পেতে যাচ্ছে কুমারখালী সোনালী হস্তশিল্প ।
বাংলাদেশ কৃষি ব্যাংক কুমারখালী শাখার লোন সহয়তায় সোনালী হস্তশিল্প এখন স্বাবলম্বী । ২০০৪ সালে কুষ্টিয়ার কুমারখালীর নারী উদ্দ্যোক্তা সোনালী আক্তার এর উদ্যোগে পাঁচজন হতদরিদ্র মহিলাদের নিয়ে আত্মকর্মসংস্থান মূলক সোনালী হস্তশিল্প প্রতিষ্ঠান কারচুপি(শাড়ির উপড়ে পুঁথি পাথরের নকশা )কাজ শুরু করে।
গ্রামীণ ও শহরীয় প্রথা অবলম্বনে বিবাহ উৎসবে কারচুপি (শাড়ির উপড়ে পুঁথি পাথরের নকশা)ব্যাপক চাহিদা থাকায় অল্পদিনের মধ্যে বেশ জোষ খ্যাতি অর্জন করে বসে সোনালী আক্তারের নিজ হাতে গড়া সোনালী হস্তশিল্প প্রতিষ্ঠান । আর্থিক দৈনতা থেকে বাহির হয়ে আসতে বেশী বেগ পেতে হয়নি সোনালী আক্তারের । শুরুতেই বাংলাদেশ কৃষি ব্যাংক কুমারখালী শাখার লোনের মাধ্যমে আর্থিক সাহায্য পাই । মুল সম্বল হাতে নিয়েই সোনালী আক্তার ও তার স্বামী জসিম উদ্দিনের নিরলস প্রচেস্থায় অসচ্ছল গ্রামীণ নারীদের কর্মসংস্থানকল্পে প্রায় ১২ টি কারখানার মাধ্যমে প্রায় ছয়শত নারী কর্মী কর্মসংস্থান হয়েছে ।
সিল্কের লাল সবুজ ও বিভিন্ন রঙের থান কাপড়ের ওপর সূনিপুণ হাত কারিগরের মাধ্যমে চুমকি, পুঁথি, পাঁথর ,সুতা ও জড়ি দিয়ে কারচুপির কাজ করে নান্দনিক ও রুচি সম্মত শাড়ি ও থ্রিপিচ তৈরি করে ঐসকল নারী কর্মীরা । একটি শাড়ি কারচুপির কাজ করতে সময় লাগে ১০/২৫ দিন । কাজ ভেদে একটি শাড়ির মজুরী দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত পারিশ্রমিক পায় এক জন কারিগর । সাংসারিক অন্যকাজ সেরে অবসর সময়ে কারচুপির কাজ করে একজন কর্মী স্বাবলম্বী হয়ে উঠেছেন মোছাঃ জলি খাতুন ।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন তথ্য উপার্থের ভিত্তিতে বাংলাদেশ কৃষি ব্যাংক কুমারখালী শাখা নারী উদ্যোক্তা সোনালী আক্তারের এস এম ই লোনের মাধ্যমে স্বাবলম্বী করতে এগিয়ে এসেছে ।এরই অংশ হিসাবে আজ ৩০ নভেঃ ১৬ দুপুরে কুমারখালী বাঁখই গ্রামে কারখানা পরিদর্শনে যান বাংলাদেশ কৃষি ব্যাংক এর কুমারখালী শাখার ব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান ও কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ।
মুঠোফোনের মাধ্যমে তাৎখনিকভাবে কারখানার সার্বিক চিত্র ও এস এম ই লোন ছাড়ের ব্যপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বিভাগীয় মহা ব্যবস্থাপক কুমারখালী শাখার ব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান নির্দেশনা প্রদান করেন । উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন সোনালী হস্তশিল্পের কর্ণধর সোনালী আক্তার, জসীম উদ্দিন ব্যবস্থাপক কুমারখালী শাখা মোঃ লতিফুর রহমান ও কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ,সাংবাদিক দীপু মালিক ও সমাজকর্মকার হুমায়ুন কবির ।

Leave a Comment