#লাল শাক চাষ পদ্ধতি। কীভাবে লালশাক চাষ করবেন ~ How to Grow Red Spinach from Seed
লালশাক একটি জনপ্রিয় খাবার। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি লালশাক চাষ হয়। লালশাক সুস্বাদু ও পুষ্টিকর। দেশের অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লালশাক চাষ ও বাজারজাত করা হচ্ছে।
প্রায় সব ধরনের মাটিতেই সারাবছর ‘বারি লাল শাক-১’ এর চাষ করা হয়। তবে দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি লালশাক চাষের জন্য উপযোগী।
লালশাক চাষের আগে জমি খুব ভালোভাবে চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হবে। জমি ও মাটির অবস্থা বুঝে ৪-৬টি চাষ ও মই দিতে হবে।
লালশাকের বীজ ছিটিয়ে ও সারিতে বপন করা যায়। তবে সারিতে বীজ বপন করা সুবিধাজনক।
এক সারি থেকে অন্য সারির দূরত্ব ২০ সেন্টিমিটার রাখতে হবে।
একটি কাঠি দিয়ে ১৫-২০ সেন্টিমিটার গভীর লাইন টেনে সারিতে বীজ বুনে মাটি সমান করে দিতে হবে।
বীজ গজানোর এক সপ্তাহ পর প্রত্যেক সারিতে ৫ সেন্টিমিটার পর পর গাছ রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে।
নিড়ানি দিয়ে জমি আগাছামুক্ত রাখতে হবে।
জমির উপরের মাটিতে চটা হলে নিড়ানি দেওয়ার সময় তা ভেঙে দিতে হবে।
লাল শাক চাষের নিয়ম,লাল শাক চাষ. লাল শাক. লাল শাক চাষ পদ্ধতি. পুঁই শাক চাষ পদ্ধতি. ডাটা চাষ পদ্ধতি. টবে লাল শাক চাষ. কাটুয়া শাক চাষ,পালংশাক চাষ. পাট শাক চাষ. ডাটা শাক চাষ. পুইশাক চাষ পদ্ধতি. ঢেঁড়স চাষ. লাল শাক চাষ. how to grow spinach from seed. how to plant spinach at home. spinach plant. red spinach cultivation. Vegetables cultivation लाल पालक की खेती के नियम. लाल पालक की खेती. लाल पालक की खेती.लाल पालक की खेती विधि.