ঘুমের মধ্যে স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু কখনো কখনো জীবিত মানুষের মৃত্যুর স্বপ্ন বা মৃত মানুষের স্বপ্নও আমরা অনেকেই দেখে থাকি। এই স্বপ্ন ভয় ও দুশ্চিন্তা বাড়ালেও তা এড়ানো যায় না। স্বপ্নে কোনও প্রিয়জনের মৃত্যু দেখলে তা মনের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এই ধরনের স্বপ্নেরও কিন্তু অর্থ রয়েছে। সব সময় যে মৃত্যুর স্বপ্ন মানেই খারাপ তা কিন্তু নয়। কারণ মৃত্যুর অর্থ পুরনোর শেষ ও নতুন কিছুর শুরু। তাই স্বপ্নে মৃত্যু দেখা জীবনের নতুন কিছু শুরুর অর্থ বহনকারীও হতে পারে। কোনও খারাপ অভ্যাস বা খারাপ সময়ের শেষ হওয়াও বোঝাতে পারে মৃত্যুর স্বপ্ন। নির্ভর করছে আপনি কার মৃত্যুর স্বপ্ন দেখছেন এবং কী ভাবে মৃত্যু দেখছেন। তাই আজ আমি মৃত্যু সম্পর্কিত স্বপ্নের অর্থ আপনাদের বলবো.. তো আসুন দেরী না করে শুনে নিই..
Music : Royalty Free
Our Channel Link : https://www.youtube.com/BongPlanet
Our Facebook Page : https://www.facebook.com/BongPlanetChannel