সম্প্রতি এমন একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু কেন অভিনেতা অজিঙ্কা ডিও-কে জড়িয়ে ধরে আছেন শ্রীলেখা? তাদের এই ঘনিষ্ঠতার রহস্য কী?
জানা গেল, বলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন শ্রীলেখা। সেখানে তার সহশিল্পী অজিঙ্কা। আর তাই শুটিংয়ের ফাঁকে ইনস্টাগ্রামে রিল ভিডিও বানিয়েছেন তারা।
শ্রীলেখা অবশ্য রিল ভিডিওর ঘোর বিরোধী। তাহলে তিনি কেন এই কাজ করলেন? জবাবে অভিনেত্রী জানান, তিনি এখনও ঘোর বিরোধী। কিন্তু অবসরে সময় কাটানোর জন্য তো এক-আধটা রিল বানানোই যায়! তিনি সেটাই করেছেন!
সিরিজটির কিছু অংশের শুটিং হয়েছে কলকাতায়। এর দ্বিতীয় ধাপের চিত্রায়ন হবে দার্জিলিংয়ে। সবশেষে শুটিংয়ের ইতি ঘটবে মুম্বাইতে। তাই শিগগিরই কলকাতা ছেড়ে দার্জিলিং ও মুম্বাইতে যেতে হবে শ্রীলেখাকে।
copyright © A BIJOY TV Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial