ভালোবাসি
হ্যাঁ আমি তোমায় ভালোবাসি,
গভীর আঁধারে মুখরিত চাঁদ
যখন তারার চোখে জল গড়িয়ে আসে;
তখন, অনুভবে কাছে আসি,
আমি তোমায় ভালোবাসি।
অভিমানের গোপন জ্বরে
পুড়েছো যখন অহরহ,
রাত্রি জাগা ক্লান্ত দুচোখ
আমিও তখন দুর্বিষহ।
জানালা পাসে তোমার হাসি
ঠিক যেন মোহিনী সুর
ভালোবাসার হাতটি ছেড়ে
গিয়েছো বহুদূর।
হ্যাঁ আমি তোমায় ভালোবাসি,
যখন অসুস্থতায় ঘুমের ঘোরে
অচেতনে কাউকে ডাকি,
ঠোঁটের আগায় তোমারই নাম
সর্বাগ্রে তোমায় রাখি
হ্যাঁ আমি তোমায় ভালোবাসি
নিঝুম রাতে স্বপ্ন হয়ে
অনুভবে কাছে আসি
আমি তোমায় ভালোবাসি।