ঢেঁড়স অতিমাত্রায় পুষ্টিগুন সমৃদ্ধ জনপ্রিয় সবজী, বাজারে এর চাহিদা ভালো, বর্তমানে বাজারে
ভালোমানের হাইব্রিড জাত সমূহের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য হলো : মোজাইক ভাইরাস সহনশীল, উচ্চ ফলনশীল , গড়ে জীবনকাল : ৫ মাস, আমি আপনাদের সহজ একটি হিসাব দেই একরে ফলন ১২-১৪ টন এ হিসাবে ২০ শতাংশ জমিতে কমপক্ষে ২৪০০ কেজি ফলন, আর সেটা গড়ে ২০/- / ১৫ /-টাকা কেজি বিক্রয় হলে যার দাম হয় ৪৮,০০০/- / ৩৬,০০০/- টাকা তার মানে ক্ষতির সম্ভাবনা নেই ইনশাল্লাহ।
ঢেঁড়সের বিভিন্ন রোগ সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুণ