জমিতে উপস্থিত সকল মাজরা পোকা , বাদামী গাছ ফড়িং , পামরি পোকা সহ ক্ষতিকর সকল পোকা মেরেফেলে স্মার্ট এগ্রোভেট এর নূরফস এছাড়া আরএকটি কিটনাশক স্প্রে করি যা ভিরতাকো নামে পরিচিত। এর কার্যকারিতা হলো ধানের গাছে নতুন করে কোন ক্ষতিকর পোকামাকরের আক্রমন হতে দিবে না।
একথোকা ধানের গাছ থেকে অন্য থোকার দ্রুত্য বোঝায় যায়না। এসময় ধানের গাছে বিভিন্ন ধরনের ক্ষতিকর কিটপতঙ্গ আক্রমন করে থাকে। এই কিটপতঙ্গের আক্রমন ঠেকাতে আমাদের কিটনাশক প্রয়োগ করা জরুরী।
স্মার্ট এগ্রোভেট এর নূরফস ৫০ গ্রাম এবং ভিরতাকো ১০ গ্রাম যা অর্ধেক করে দুইবার ১৬ লিটার পানিতে মিশিয়ে আমি ২২ শতাংশ জমিতে স্প্রে করে দেয়।
প্রথম ভিরতাকো ১০ গ্রাম এর পেকেট থেকে ৫ গ্রাম পানিতে ঢেলে গুলিয়ে নিয়ে স্প্রেমেশিনের ১৬ লিটারের টেংকে ঢালি এবং নূরফস ৫০ গ্রাম থেকে অর্ধেক ঐ টেংকে ঢেলে নেয় এবং পানি মিশিয়ে জমিতে স্প্রে করি এইভাবে দুইবারে ২২ শতাংশ জমি সম্পুন্ন ভালভাবে স্প্রে করে দেয়।
ধান চাষ-3| ধানের জমিতে ইউরিয়া সার প্রয়োগের নিয়ম | পদ্ধতি | Urea fertilizer in paddy landhttps://youtu.be/2MLChbCnFms
আমরা নিজে সাবলম্বি হবার জন্য এবং দেশের উন্নয়নে ভুমিকা রাখার জন্য কৃষি খাতে ভূমিকা রাখবো/কৃষি কাজকে গুরুত্ব দিয়ে অল্পসময়ে অধিক ফসল এবং বিভিন্ন জাত যেগুলো দেশে চাষাবাদ হয় না সেগুলো চাষাবাদের চেষ্টা করবো। আশাকরি আমরা শ্বার্থক হবই ইনশা-আল্লাহ।