পথেই হলো দেখা। পথেই পরিচয়। গল্পটা ছিল এমনই। দু’টি মনেই ছিল সংগীতের প্রতি অগাধ ভালোলাগা আর ভালোবাসা। পরিচিত গণ্ডির বাইরে একসময় তাদের সেভাবে কেউ চিনতো না। কিন্তু এখন প্রায় সবাই তাদের চিনে-জানে। গান গেয়েই সবার মনে অন্যরকম এক জায়গা গড়ে নিয়েছেন তারা। বলছি, তাবীব-রানা সংগীত জুটির কথা। একসঙ্গে একাধিক গান গেয়েছেন তারা। জীবনবাদী গান গেয়েই তাদের খ্যাতি। এবার টাকার গল্প নিয়ে নতুন গান গাইলেন এই তাবীব-রানা জুটি।