Subscribe Here : https://www.youtube.com/channel/UCP5ZDOCjD9_3Fhjjq8ZJQxQ?sub_confirmation=1
জীবনানন্দ দাশের কবিতা : রাত্রি
আবৃত্তি : সৌমিত্র চট্টোপাধ্যায়
Ratri a Poetry by Jibonando dash
Recited by : Soumitra Chattopadhay
Courtesy : Asha Audio
Sound Design : Nagorik Sounds
:: রাত্রি ::
হাইড্র্যান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল;
অথবা সে-হাইড্র্যান্ট হয়তো বা গিয়েছিলো ফেঁসে
এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে।
একটি মোটরকার গাড়লের মতো গেল কেশে
অস্থির পেট্রল ঝেড়ে; সতত সতর্ক থেকে তবু
কেউ যেন ভয়াবহভাবে প’ড়ে গেছে জলে।
তিনটি রিক্শ ছুটে মিশে গেল শেষ গ্যাসল্যাম্পে
মায়াবীর মতো জাদুবলে।
আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে— হঠকারিতায়
মাইল-মাইল পথ হেঁটে— দেয়ালের পাশে
দাঁড়ালাম বেণ্টিঙ্ক স্ট্রিটে গিয়ে— টেরিটিবাজারে;
চীনেবাদামের মতো বিশুষ্ক বাতাসে।