দর্শক বন্ধুরা , সাফল্য কথা’র ২২৭ তম পর্বে আমরা করলার চাষ নিয়ে কথা বলেছি, রংপুর জেলার, মিঠাপুকুর উপজেলার, ময়েনপুর ইউনিয়নের একজন কৃষক মোঃ মোহসেন আলী ভাইয়ের সাথে। তিনি গত কয়েক বছর থেকে উন্নত জাতের করলা চাষ করে লাভবান হয়ে আসছেন। আজকে আমরা তার কাছ থেকে জানবো কৃষিতে করলা চাষের লাভ ক্ষতির হিসাব এবং করলা চাষের খটিনাটি বিষয়।
তো চলুন, বিস্তারিত ভিডিওতে দেখে নেই …