===============================
Music : Youtube Audio Library
Music: https://www.bensound.com/
===============================
বরেন্দ্র এগ্রো ফার্ম তুলনামুলক বড় জায়গা নিয়ে করা হয়েছে। এখানেই সোহেল রানার বিদেশী ফল চাষের স্বপ্নের বীজ বপন চলছে।
জাপানি ফল পারসিমন ও আরবের তীণ ফল নিয়ে অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই প্রকল্প। ইতোমধ্যে এখানে তিনি জাপানি ফল পারসিমনের চারা তৈরির কাজ শুরু করেছেন। কয়েক হাজার চারা গাছের উৎপাদন শুরু করেছেন। পাশাপাশি ওয়াশিংটন নাভাল অরেঞ্জসহ বিভিন্ন প্রজাতির কমলা ও মালটা বরেন্দ্র এলাকার মাটিতেই চাষের উদ্যোগ নিয়েছেন এবং অনেকটাই সফল হয়েছেন তিনি। আরবের তীন ফল চাষেও সফল হয়েছেন তিনি। এই বাগানে বেশ কয়েক প্রজাতির তীন গাছের রোপন করেছেন এবং ফল ও পেয়েছেন। সোহেল রানার বাগানে আছে মিষ্টি থাই তেতুল, ছোট মাত্র ১ বছরের গাছের কাঠাল, বারোমাসি আমসহ হরেক রকমের ফল গাছ। চেরি জাতীয় অনেক ফল আছে। আছে লাল পেয়ারা, স্ট্রবেরি পেয়োরা। ডোরাকাটা মালটা কিংবা ডোরাকাটা লেবু দেখে অবাক হবেন যে কেউ।
ওষধি গাছের মধ্যে আছে বিরল প্রজাতির করোসল । যা দিয়ে ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহার হয়। আছে নীল অপরাজিতা।