আধুনিক পদ্ধতিতে #বেগুন_চাষ| পর্ব-১| জমির মাটি তৈরি ও চারা লাগানোর পর পরিচর্চা আমরা কি ধরনের করব সার প্রয়োগ কি ধরনের এসব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করেছি।
জমি তৈরির সময় ব্লিচিং পাউডার ব্যবহার করে জমিকে পরিশোধন করতে হবে।
জমিতে প্রচুর পরিমাণে কম্পোস্ট সারের ব্যবহার করলে প্রচুর পরিমাণে বেগুনের ফলন পাওয়া যায়।আপনারা যদি এইভাবে বেগুনের জমির পরিচর্যা করে বেগুন চারা লাগানো তাহলে খুব ভালো ফলন পাবেন।
এর পরবর্তী পরিচর্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব অপেক্ষা করুন পরবর্তী পর্ব-২ জন্য।