আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ করে সফল হন II Pepper cultivation II Digital Farmer II
জমি তৈরি
শীতকালীন মরিচের জন্য প্রথমে জমিকে চারিদিক দিয়ে আইলের অতিরিক্ত অংশ কেটে নিতে হবে । তারপর ৪-৬টি এবং ট্রাক্টর গভীর চাষ দিতে হবে। জমিতে শেষ চাষের আগে একবার মই দিয়ে সমান করে আগাছা বেছে ফেলে দিতে হবে। মাটির ঢেলা ভেঙে মাটি ঝুরঝুর ও সমতল করে নিতে হবে। জমি তৈরিতে শেষ চাষের আগে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এরপর বেড তৈরি করতে হবে। বেড চওড়ায় ১ মিটার হলে ভালো হয়। তবে দৈর্ঘ্য জমির আকার অনুসারে হলে ভালো হয়। বেডের উচ্চতা ১০-১৫ সেমি. হতে হয়। পাশাপাশি দুটো বেডের মাঝখানে ৫০ সেমি. প্রশস্ত এবং ১০ সেমি. গভীরতা বিশিষ্ট নালা পানি সেচ ও নিষ্কাশনের সুবিধার্থে রাখতে হয়।
ডিজিটাল ফারমার এর পক্ষ থেকে কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানায় । এখন থেকে সপ্তাহে শুক্রবার এবং সোমবার সকাল ১০.০০ টার সময় ভিডিও পাবলিশ হবে । আগামী ভিডিওতে আপনারা দেখবেন
share this video:https://youtu.be/VuK6Jv9prMU
please subscribe our channel:https://www.youtube.com/channel/UCTP6YJ7ioHzyT5S-sBBPZ7Q
#Digital_Farmer#farmer#মরিচ_চাষ